ছাত্রলীগ নেতা ও ডিশ ব্যবসায়ী রঙিনের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

157

নুরে আলম সিদ্দিকী সবুজ স্টাফ রিপোর্টারঃ মারধর, ডিস ব্যবসার যন্ত্রপাতি নষ্ট করে আর্থিক ক্ষতি ও হুমকির প্রতিবাদে শুক্রবার সোনাতলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন সোনাতলা উপজেলার উওর বয়ড়া গ্রামের মোঃ আমানত আলীর মন্ডলের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদ ইসলাম রঙিন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি গত ২৯/১২/১৫ইং তারিখ হতে ডালাস ক্যাবল টিভি নেটওয়ার্কের সাথে চুক্তি বদ্ধ হয়ে ডিস ব্যবসা পরিচালনা করে আসছি।আমার ডিস ব্যবসা দখলের উদ্দেশ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইচ-চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসি রুম্পার লোকজন তার স্বামী নজমুল মাহমুদ তুহিনের নির্দেশে গত ৩০/১১/২০ইং তারিখে আমার ডিস ব্যবসার উপর হামলা করে ৩০ থেকে ৩৫ হাজার টাকার ক্ষতি সাধন করে। এর কয়েক দিন পরে গত ২৫/০১/২১ইং তারিখে বাড়ি ফিরার পথে নজমুল মাহমুদ তুহিন লাঠি দিয়ে আমার হাতে আঘাত করে ও প্রান হানির হুমকি প্রদান করে।বিষয়টি আমি তাৎক্ষণিক ভাবে সোনাতলা থানা অফিসার ইনর্চাজকে আবগত করি।এরপরেও গত২৬/০১/২১ইং তারিখ বিকাল ৫টার দিকে উওর বয়ড়া গ্রামের মমতাজুর রহমানের ছেলে নুহের মাহমুদ তমাল, নোমান মাহমুদ তারেক, রিছাদ মিয়া, নজমুল মাহমুদের ছেলে তানবিন মিয়া ও গাবতলীর উজগ্রাম দক্ষিণ পাড়া গ্রামের মৃত আরিফ হোসেনের ছেলে আরেফিন ডলার ও আসিফ মিয়া সহ বেশ কয়েকজন গ্রামের লোকজনের সামনে আমার ডিসের ব্যবসার তার ও যন্ত্রাংশ ক্ষতি সাধন করে, যাতে আনুমানিক ক্ষতি হয় ৪০ হাজার টাকা। এখনো তারা আমাকে হুমকি প্রদান করে চলেছে। এমন অবস্হায় আমি স্বাভাবিক ভাবে ব্যবসা করতে পারছিনা। আমি এব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন চন্দ ঘোস ও সহ-সভাপতি শওকত হোসাইন নয়ন।