হাড় কাঁপানো শীতে সামাহীন দুর্ভোগে চলনবিলের মানুষ

143

এ এইচ খোকন চলনবিল প্রতিনিধিঃ”মাঘের শীত বাঘে কাঁপে” বললেই বোঝা যায় মাঘ মাসে শীতের তীব্রতা ক্যামন। মাঘ মাস শুরু হওয়ার সাথে সাথেই তা হাড়ে হাড়ে টের পাচ্ছে চলনবিল এলাকার মানুষ।চলনবিল এলাকায় সপ্তাহের বেশি সময় ধরে চলছে হাড় কাঁপানো শীত। হিমালয় থেকে আসা হিমেল হাওয়ায় পঞ্চগড়ের মানুষের জীবনযাত্রায় নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। দিনের তাপমাত্রা কিছুটা স্বাভাবিক থাকলেও রাতের কনকনে ঠাণ্ডায় জন জীবন অতিষ্ট৷ কয়েক দিন হলো সূর্যের মুখও দেখা যাচ্ছে না৷
গুরুদাসপুর সদর হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে,শীতে ওয়ার্ডে রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হলেও কিছু ঔষধ শেষ হয়ে গেছে।
ঘন কুয়াশা ও হিমেল হওয়ায় শীতজনিত রোগের প্রকোপ বেড়ে চলেছে৷ তীব্র শীতে কষ্টে দিন কাটছে খেটে খাওয়া মানুষের৷ গত এক সপ্তাহে ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি ও নিউমোনিয়ায় শতাধিক লোক আক্রান্ত হয়েছে৷
শীতজনিত রোগে আক্রান্তদের গরম কাপড় পরিধান ও পুষ্টিকর খাবার খেতে পরামর্শ দেয়া হচ্ছে। ঠান্ডায় কাবু হয়ে পড়েছে বিশেষ করে শিশু ও বৃদ্ধরা৷ কনকনে শীতে শিশু ও বয়োবৃদ্ধদের নিয়ে বিপাকে পরিবারের সদস্যরা। ঠান্ডা গরমে অসুস্থ অবস্থায় নিরাময় পেতে ভর্তি হচ্ছে হাসপাতালে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দেশে উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু অংশের ওপর দিয়ে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। দৈনিক গড় তাপমাত্রা ১০ ডিগ্রী সেঃ এর অনেক নিচে চলে এসেছে সাথে ঘন কুয়াশা শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে। শীতে উত্তর জনপদে জনজীবনে নেমে আসছে দুর্ভোগ। শিশু ও বৃদ্ধরা নানারোগে আক্রান্ত হচ্ছে। হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। অপর দিকে শীতের মধ্যে ঘন কুয়াশার দাপট বেড়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে৷