বগুড়া সদরের শেখেরকোলায় শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত কম্বল বিতরন

139

আকাশ স্টাফ রিপোর্টারঃ

রবিবার সন্ধায় বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়ন পরিষদ চত্তরে প্রধানমন্ত্রীর প্রদত্ত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে অত্র ইউপি চেয়ারম্যান প্রভাষক কামরুল হাসান ডালিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান। এ সময় তিনি বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছেন। সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত। অনুষ্ঠানে ইউনিয়নের মহিষবাথান হাফেজিয়া কওমি মাদ্রাসার ছাত্রদের জন্য মোহতামিম আবু তালেব নুমান এর হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন। ও ইউনিয়নের দুটি মসজিদের ইমাম, মোয়াজ্জিনের পরিবারের জন্য আমরা একটি করে কম্বল তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক অধ্যক্ষ এ্যাডঃ জাহাঙ্গীর হোসেন (ফিট), ইউনিয়ন আ.লীগের সভাপতি মীর্জা হাকিম মন্ডল, সাধারন সম্পাদক মোখলেছুর রহমান ডিপু, ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল আলম রবিন, সাধারন সম্পাদক রঞ্জু হোসেন তোজাম, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বাদল হোসেন রনি, মাওলানা আব্দুল ওয়াহেদ, ইউপি সদস্য হাফিজার রহমান হাফি, আব্দুল ওয়াদুদ খোকা, জহুরুল ইসলাম, আজিজার রহমান, ছাত্রলীগ নেতা নাফিউল ইসলাম, তারেক মাহমুদ সহ এলাকার সম্মানিত ব্যাক্তিগণ ও শীতার্ত লোকজন।