শিবগঞ্জে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে ব্যবসায়ীকে চুরিকাঘাত করায় প্রতিবাদ সমাবেশ

150

রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে দুঃস্কৃতিকারীরা ছুরিকাঘাত করে দোকানে হামলা চালিয়ে ৫০ হাজার লুটপাটের ঘটনায় রবিবার গুজিয়া বন্দরে ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ রেখে প্রতিবাদ সমাবেশ করেছে ।

জানা যায়, গুজিয়া বন্দরের বাবর আলী মন্ডল এর ছেলে আব্দুল হাকিম এর চাচাতো ভাই মিজানুর রহমানের একটি মোবাইল ফোন সম্প্রতি চুরি হয়। মোবাইল ফোনটি উদ্ধারের জন্য উত্তর শ্যামপুর গ্রামের সাইফুল ইসলাম ছেলে মোঃ আপেল হোসেন (২৫), তেলিপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন এর ছেলে মোঃ আবু হাসান (২৪), এনায়েতপুর গ্রামের বুলু মিয়ার ছেলে মোঃ লিটন মিয়া (২৫) কে সন্দেহ করে । সন্দেহ করার প্রদিবাদে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে ৩০ জানুয়ারি সকাল ৯টায় প্রতিপরা পূর্ব পরিকল্পিত ভাবে দলবল নিয়ে গুজিয়া বন্দরে এসে আব্দুল হাকিম এর বেকারীর দোকানে হামলা চালায়। এসময় তারা ব্যবসায়ী হাকিমকে এলোপাথারী মারপিট করে হত্যার উদ্দেশ্যে একাধিক স্থানে চুরিকাঘাত করে । একপর্যায়ে হামলাকারীরা দোকান ঘর ভাংচুর ও লুতপাট করে পালিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে রবিবার সকালে গুজিয়া বন্দরের ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ রেখে প্রতিবাদ সমাবেশ করে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আবু জাফর মন্ডল, ইউপি সদস্য আমজাদ হোসেন, স্থানীয় ব্যবসায়ী মকবুল হোসেন, ফারুক মিয়া, আলী হাসান প্রমুখ। প্রতিবাদ সামবেশে বক্তরা বলেন, ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে সাফিকুল ইসলাম সাফি’র নির্দেশে এই হামলা চালানো হয়েছে। শুধু হামলায় নয় প্রতিপক্ষরা ওই দোকানের নগদ টাকা ও মালামাল লুটপাট করে নিয়ে গেছে বলে স্থানীয়রা প্রতিবাদ সভায় অভিমত ব্যক্ত করেন। প্রতিবাদ সভা শেষে এক বিক্ষোভ মিছিল গুজিয়া বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এব্যাপারে সাফিকুল ইসলাম সাফির সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন আমি ওই দিন ঘটনাস্থলে ছিলাম না। আমাকে জড়িয়ে মিথ্যা একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।