বগুড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর তালিকা প্রকাশ

250

স্টাফ রিপোর্টার

বগুড়া পৌরসভা নির্বাচনে বগুড়া পৌর আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর তালিকা প্রকাশ করা হয়েছে। বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

দলীয় সুুুুত্রে জানা যায়  দলের সমর্থন পেতে ১৬ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়।  যা শেষ হয় ২০ নভেম্ভর। এতে ২১ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫৫জন তাদের আবেদন ফরম জমা দেন। এছাড়া সংরক্ষিত সাতটি মহিলা কাউন্সিলর পদের মধ্যে ৬টিতে আরও ১৪জন আবেদন করেন।

দলীয় সমর্থন প্রাপ্ত কাউন্সিলর দের নামের তালিকা ঃ ১ নং ওয়ার্ডে সার্জিল আহমেদ টিপু, ২নং ওয়ার্ডে নুরুল ইসলাম, ৩নং ওয়ার্ডে কবিরাজ তরুন কুমার চক্রবর্তী, ৬নং ওয়ার্ডে আনন্দ কুমার দাস, ৭ নং ওয়ার্ডে আহম্মেদ কবির পিন্টু, ৮নং ওয়ার্ডে ইব্রাহিম হোসেন, ৯নং ওয়ার্ডে আলহাজ্ব শেখ, ১০ নং ওয়ার্ডে আরিফুর রহমান, ১১ নং ওয়ার্ডে নূর খান, ১২ নং ওয়ার্ডে জাকিয়া সুলতানা আলেয়া, ১৩ নং ওয়ার্ডে আল মামুন, ১৪ নং ওয়ার্ডে এম আর ইসলাম রফিক, ১৫ নং ওয়ার্ডে বাদল চন্দ্র কুন্ডু, ১৬ নং ওয়ার্ডে আমিন আল মেহেদী, ১৭ নং ওয়ার্ডে মেজবাহুল হামিদ, ১৮ নং ওয়ার্ডে টিপু সুলতান, ১৯ নং ওয়ার্ডে লুৎফর রহমান মিন্টু, ২০ নং ওয়ার্ডে জামিল উদ্দিন এবং ২১ নং ওয়ার্ডে ডাঃ আব্দুল মজিদ।

এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২,৩ নং ওয়ার্ডে আইভি খাতুন, ৪,৫,৬ নং ওয়ার্ডে হাসনা আক্তার স্মৃতি, ৭,৮,৯ নং ওয়ার্ডে হোসনে আরা হাসি, ১০,১১,১২ নং ওয়ার্ডে বিলাসী রাণী সরকার, ১৩,১৪,১৫ নং ওয়ার্ডে জাফরিন সুলতানা নিলাভ, ১৬,১৭,১৮ নং ওয়ার্ডে মুক্তি বেগম এবং ১৯,২০,২১ ওয়ার্ডে ফেরদৌসী বেগম দল থেকে সমর্থন পেয়েছেন।

বগুড়া শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন জানিয়েছেন, ৪ ও ৫ নং ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর তালিকা পরবর্তীতে ঘোষণা করা হবে।