বগুড়ায় পারুল হোমিও ল্যাবরেটরি বন্ধ ও মালিকের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

160

রাশেদ স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ফুলবাড়ী এলাকায় পারুল হোমিও ল্যাবরেটরীর স্বত্বাধিকারী নুরনবী’র ফাঁসি ও অবৈধ পারুল হোমিও ল্যাবরেটরী বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

শুক্রবার (৫ ফেব্রুয়ারী) জুম্মার নামাজের পর দুপুর ১.৪৫ থেকে দুপুর ২.৩০ পর্যন্ত বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী দক্ষিণ পাড়া এলাকায় পারুল হোমিও ল্যাবরেটরির সামনে এ কর্মসূচি পালিত হয়। অত্র এলাকার মুসল্লী ও বিক্ষুব্ধ জনতার দাবি বিষাক্ত মদপানে মৃত্যুর মূল হোতাদের গ্রেফতার করে আইনি আওতায় সর্বোচ্চ সাজা ফাঁসির জোর দাবি জানান তারা। মানববন্ধনে সংক্ষিপ্ত আকারে মূল্যবান বক্তব্য দেন ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব টিপু সুলতান টিপু।

এতে অ্যালকোহল পানে মৃত পলাশের পরিবারের পক্ষে বড় ভাই লাল মিয়া, ছোট ভাই পায়েল, শাওন, বাবু, সাফিসহ বিক্ষুব্ধ এলাকাবাসী উপস্থিত ছিলেন।।