সোনাতলায় করোনাভাইরাসের প্রথম টিকা গ্রহন করলেন ডাঃ এহিয়া কামাল

161

নুরে আলম সিদ্দিকী সবুজ স্টাফ রিপোর্টারঃ প্রাণঘাতী করোনাভাইরাস(কোভিড-১৯) মোকাবেলায় সারা দেশের ন্যায় বগুড়ার সোনাতলাতেও প্রথমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এহিয়া কামালের টিকা গ্রহনের মধ্য দিয়ে টিকা প্রধান কর্মসূচির সূচনা করা হয়েছে। ৭ ফেব্রয়ারী রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা প্রদান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউএনও সাদিয়া আফরিন। দ্বিতীয়ত টিকা গ্রহন করেন,সোনাতলা থানা সেকেন্ড অফিসার এসআই ইয়ামিন আলী ও তৃতীয়ত টিকা গ্রহন করেন, ওই স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স সাদিয়া বিশ্বাস।

এ সময় আরও উপস্থিত ছিলেন,থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা,ডাঃ মেহেদী হাসান লেমন, প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজল,সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোশারফ হোসেন মজনু, এসআই আমিনুল ইসলাম,ডিএসবি রাকিব খান সহ অনেকে।

এ ব্যাপারে ডাঃ এহিয়া কামাল জানান,সরকার কর্তক নিয়ে আসা ৫ হাজার টিকা দুই ধাপে যারা রেজিস্ট্রেশনপ্রাপ্ত তাদেরকে প্রদান করা হবে। তিনি আরও বলেন,প্রতিমাসের ৭ তারিখ হতে পরবর্তী ১২ কার্যদিবস পর্যন্ত টিকা প্রদান কার্যক্রম চলমান থাকবে।
রেজিস্ট্রেশনের ব্যাপারে ডাঃ এহিয়া কামাল বলেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ও অনলাইনের মাধ্যমে যাদের বয়স ১৮ বছরের উর্ধ্বে শুধু গর্ভবতী মহিলা ও যাদের ছোট সন্তান আছে,সেই সব মহিলা ছাড়া সবাই রেজিস্ট্রেশন করতে পারবে।
উল্লেখ্য যে,পৃথিবীর সবচেয়ে বড় টিকা প্রস্ততকারী আ্যাস্ট্রাজেনেকার সহযোগী প্রতিষ্ঠান ভারতের সিরাম ইন্সটিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা কোভিশিল্ড সরকার কর্তৃক আনা হয়েছে।