বাংলাদেশ শিক্ষক সমিতি দুপচাঁচিয়া উপজেলা ত্রি-বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

146

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
বাংলাদেশ শিক্ষক সমিতি(বাশিস) দুপচাঁচিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লবের সভাপতিত্বে ও বাশিস বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহসীন ইসলাম এর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাশিস বগুড়া জেলা শাখার সভাপতি শাহাদৎ হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাশিস রাজশাহী বিভাগীয় সমন্বয়ক আব্দুল আলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাশিস বগুড়া জেলার যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক নূর রায়হান মুন, দপ্তর সম্পাদক হাসান আল মাহমুদ, মানবতা বিষয়ক সম্পাদক বজলুর করিম। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান সরদার, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মাহমুদুর রশীদ, নূর ইসলাম, জয়নাল আবেদীন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু এমরান হোসেন, সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম প্রমুখ। শেষে সর্বসম্মতিক্রমে জিয়ানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামকে সভাপতি, বেড়–ঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রশীদকে সাধারণ সম্পাদক ও দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু এমরান হোসেনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩বছর মেয়াদী ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ শিক্ষক সমিতি(বাশিস) দুপচাঁচিয়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।