দুপচাঁচিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

145

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশত বার্ষিকী পালন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ বাংলাদেশ সেনাবাহিনী ১১পদাতিক ডিভিশন বগুড়া ও উপজেলা প্রশাসন দুপচাঁচিয়া এর আয়োজনে গতকাল ১৭ ফেব্রæয়ারী বুধবার সকালে দুপচাঁচিয়ার ধাপ সুলতানগঞ্জ হাট হতে মোস্তফাপুর খাদিজা খাতুন ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠ পর্যন্ত ম্যারাথন দৌড় এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক প্রধান অতিথি হিসাবে বেলুন উড়িয়ে এ ম্যারাথন দৌড় এর উদ্বোধন করেন। ম্যারাথন দৌড় শেষে দৌড়ে নিবন্ধনকৃত অংশগ্রহণকারীদের মধ্যে ১০জনকে বিজয়ী ঘোষনা করা হয়। পরে মাদ্রাসা মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মো. মাহমুদুন নবীর পরিচালনায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) আবু সালেহ মো. হাসনাত, ১১পদাতিক ডিভিশনের ১২ইস্ট বেঙ্গল এর মেজর জাহিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রূপা, থানার অফিসার ইনচার্জ হাসান আলী, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার সহ অন্যান্য আমন্ত্রিত অতিথি, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, থানা পুলিশের সদস্য, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউটস এবং নানা শ্রেণি পেশার লোকনজন উপস্থিত ছিলেন।