সোনাতলায় হিন্দু সম্প্রদায়ের সন্যাসী মেলা বসেছে ৬টি স্থানে

170

নুরে আলম সিদ্দিকী সবুজ স্টাফ রিপোর্টারঃ সোনাতলা আজ বুধবার ৬টি স্থানে সন্যাসী মেলা বসেছে। মেলায় উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় গত ১/২ দিনপূর্বে থেকেই হরেক রকমের দোকান বসেছে মেলায়। পাশাপাশি রয়েছে নাগর দোলনা,মাছ,কাঠের ফার্নিচার,স্টিলে ফার্নিচার,মিষ্টির দোকান,লোহার তৈরী নিত্য প্রয়োজনীয় হরেক রকমের জিনিস, শিশুদের জন্য খেলনা দোকান। এছাড়া মেলা উপলক্ষে আত্মীয়স্বজনের বাড়িতে ভীর জমেছে। প্রায় দেড়শত বছর পূর্বে থেকে এমেলা চলে আসছে। হিন্দু সম্প্রদায়ের সন্যাসি পূজা উপলক্ষে সোনাতলায় ৬টি স্থানে এই মেলা বসে।এই মেলার স্থান হলো জোরগাছা ইউনিয়নের ঠাকুর পাড়া,চরপাড়া,হরিখালী,কাচারীবাজার,পাকুল্যা বাজার সন্যাসি মেলা বসেছে। এই মেলা উপলক্ষে সোনাতলার আসেপাশে বিভিন্ন থানার হিন্দু সম্প্রদায়ের মানুষজন মেলায় ভির জমিয়েছে।

প্রতিটি মেলায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী পুলিশের রয়েছে।