সোনাতলায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

176

নুরে আলম সিদ্দিকী সবুজ স্টাফ রিপোর্টারঃ সারা দেশের ন‍্যায় বগুড়ার সোনাতলা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন- ২০২১পালিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন বগুড়া এরিয়ার তত্তাবধানে বৃহস্পতিবার সকাল ৮.৩০ মিনিটে উপজেলা পরিষদ চেয়ারম‍্যান এ‍্যাড. মিনহাদুজ্জামান লীটন প্রধান অতিথি থেকে ম‍্যারাথন দৌড় উদ্বোধন ঘোষনা করেন। ৫ কিঃ মিঃ রান এ সোনাতলা সরকারী নাজির আখতার কলেজ থেকে শুরু হয়ে নাপিতবাড়ী চকনন্দন, আড়িয়াঘাট, মন্ডমালা, গড়চৈতন‍্য দিয়ে কলেজ মাঠে এসে এ রান শেষ হয়। রান শেষে নাজির আখতার কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বগুড়া-১আসনের জাতীয় সংসদ সদস‍্য সাহাদারা মান্নান প্রধান অতিথির বক্তব‍্য রাখেন ও বিজয়ীদের মাঝে বাই সাইকেল পুরষ্কার বিতরণ করেন।

আলোচনা সভায় অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম‍্যান এ‍্যাড. মিনহাদুজ্জামান লীটন, নাজির আখতার কলেজের অধ‍্যক্ষ মাহবুবুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু প্রমুখ।

এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি কাবেরী জালাল, নাজির আখতার কলেজের সাবেক অধ‍্যক্ষ অরূন কুমার বিশ্বাস গোষামী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ‍্যক্ষ আব্দুল মালেক, উপজেলা শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি অধ‍্যক্ষ আব্দুল ওয়াহেদ, উপজেলা শিক্ষা অফিসার রবিন্দ্র নাথ সাহা, উপজেলা কৃষি অফিসার মাসুদ আহম্মেদ, মাধ‍্যমিক শিক্ষা অফিসার আজিজার রহমানসহ উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সোনাতলা থানা পুলিশ, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেষে ম‍্যারাথন দৌড় প্রতিযোগীতায় অংশগ্রহনে মেয়েদের মধ‍্যে প্রথম হন উপজেলার সদর ইউনিয়নের কাবিলপুর গ্রামের মুসলিমা আক্তার মিতু, ২য় পৌর এলাকার শাহবাজপুর গ্রামের কনিকা আক্তার মুন, এবং ৩য় একই গ্রামের আজমিরা খাতুন। ছেলেদের মধ‍্যে প্রথম হন হরিখালি গ্রামের খালিদ হাসান ২য় একই এলাকার বকুল মিয়া ও ৩য় বালুয়া হাটের রাসেল মিয়া।