সান্তাহারে এসএসসি-১৯৮৮.বিডির মিলন মেলা অনুষ্ঠিত

129

মোঃ শিমুল হাসান ,( আদমদিঘী, বগুড়া) প্রতিনিধি: “এসো মিলি প্রাণের টানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সান্তাহারে অনুষ্ঠিত হলো এসএসসি-১৯৮৮.বিডির মিলন মেলা। শনিবার সান্তাহারের ফারিস্তা পার্ক এন্ড কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। রক্তের সম্পর্কের বাহিরে মায়া আর ভালোবাসা মিলেমিশে মানুষে মানুষে যে বন্ধন রচিত হয় সেই বন্ধনের

সম্পর্কই হলো বন্ধুত্বের সম্পর্ক। বন্ধুযোগের তেমনই একটি অনলাইন প্ল্যাটফর্ম “এসএসসি-১৯৮৮.বিডি”। করোনা ভাইরাসের মহামারির করাল গ্রাসে জীবনযাপন যখন বিপর্যস্ত সেই বিপর্যস্ত জীবন-যাপনে একটু স্বস্তির বাতাস এনে দিয়েছিলো ক’জন স্বপ্নবাজ মানুষ। সূচনা করেছিলো এই ভার্চু্যয়াল গ্রুপের। ঢাকা, যশোর ঘুরে সান্তাহারে অনুষ্ঠিত হলো বন্ধুদের এই মিলন মেলা। বন্ধু-৮৮সান্তাহার এর উদ্যোগে এবং লছমী প্রসাদ জয়সোয়াল, নুরুজামান, বুলবুল,মোস্তফা আনোয়ার দোলন, মোহাজের হাসান বিপলব ও বুলবুল আহমেদের নেতৃত্বে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই মিলন মেলার অনুষ্ঠানের প্রথমেই সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর চলে বন্ধুদের আড্ডা, বিদেশে অবস্থানরত বন্ধুদের সঙ্গে ভার্চু্য়াল আড্ডা। অমর একুশেকে সামনে রেখে গ্রুপের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পরে দুপুরে একটি বর্ণাঢ্য র‍্যালি সান্তাহার শহরের

বিভিন্ন স্থান প্রদক্ষিন করে। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তব্য রাখেন এসএসসি-১৯৮৮.বিডির এডমিন রুহুল কুদ্দুস রুবেল, আরিফ জামান পলাশ, আরসাদ হোসেন খান ও ফরহাদ হোসেন রোজেন প্রমুখ। মিলন মেলায় বন্ধুদের পাশাপাশি এসএসসি-১৯৮৮.বিডির সদস্যদের স্ত্রী ও সন্তানরা অংশগ্রহণ করে। মিলন মেলায় বিদেশসহ দেশের বিভিন্ন স্থান থেকে বন্ধুরা অংশগ্রহণ করে। রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।