জিডিআরএফএ’র অনুমোদন ছাড়াই ফিরতে পারবে দুবাইয়ের বৈধ ভিসাধারীরা

151

অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের বৈধ রেসিডেন্স ভিসাধারীদের দুবাই আসতে এখন থেকে জেনারেল ডাইরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) এর অনুমোদনের​ প্রয়োজন নেই।

গত ১২ ফেব্রুয়ারি অথবা​ তার পরে দুবাইয়ে ফেরত আসা যাত্রীদের এই পূর্ব​ অনুমোদনের​ প্রয়োজন হবে না এবং এ বিষয়টি দুবাইয়ের জাতীয় বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন্স​ নিশ্চিত করেছে।

তবে যাত্রীদের সফরের জন্য কেবল ৭২ ঘণ্টা মেয়াদের করোনাভাইরাস পরীক্ষার নেগেটিভ ফলাফলের​ সার্টিফিকেট থাকতে হবে। এতদিন বিশ্বের বিভিন্ন দেশ হতে বৈধ ভিসাধারীদের দুবাইয়ে আসতে সবুজ সঙ্কেতের দরকার হতো।