দুপচাঁচিয়ায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

162

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে পালন করা হয়েছে। করোনাভাইরাসের কারণে সরকারি বিধি মেনে স্বল্প পরিসরে দিবসের প্রথম প্রহর ১২.০১মিনিটে দুপচাঁচিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, দুপচাঁচিয়া থানা, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রেসকাব, অফিসার্স কাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-স্বাংস্কৃতিক প্রতিষ্ঠান। পুষ্পমাল্য অর্পণ শেষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন ও তাঁদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নূরুল ইসলাম তালুকদার, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, সহকারী কমিশনার(ভূমি) আবু সালেহ মো. হাসনাত, থানার অফিসার ইনচার্জ হাসান আলী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, সুজ্জাত আলী ও অন্যান্য বীরমুক্তিযোদ্ধাগণ, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, সহসভাপতি বেলাল হোসেন, যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, উপজেলা জাপার সাধারণ সম্পাদক এসএম সাহিদ, উপজেলা প্রেসকাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ সহ কাবের সদস্যবৃন্দ, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুদেব কুÐু প্রমুখ। এছাড়াও এদিন সকালে শিশুদের চিত্রাংকন ও কবিতা আবৃতি প্রতিযোগিতা এবং ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করে মসজিদ, মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।