সোনাতলার পার্শ্ববর্তী হিয়াতপুর গ্রামে জমি সংক্রান্ত জেরে থানায় পাণ্টা-পাল্টি অভিযোগ

186

নুরে আলম সিদ্দিকী সবুজ স্টাফ রিপোর্টারঃ বগুড়া সোনাতলা উপজেলার পার্শ্ববর্তি হিয়াতপুর গ্রামে পৈত্রিক জমি নিয়ে দু-পক্ষের মধ্যে কলহের জেরে থানায় পাল্টা-পাল্টি অভিযোগ দায়ের হয়েছে। সরেজমিনে গিয়ে জানাযায়, হিয়াতপুর গ্রামে মৃত আসাদুজ্জামান এর ছেলে মনিরুল ইসলাম মন্টু ও তার চার ভাই সাইফুল ইসলাম, ঠান্ডু মিয়া, ছামসুল হক, মিলন এর মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। মৃত আসাদুজ্জামান তার ক্রয়কৃত ৫৮ শতাংশ জমির মধ্যে ২৯ শতাংশ জমি অন্যত্র বিক্রয় করে। বাকী ২৯ শতাংশ জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে ভোগদখল নিয়ে দন্দ্বের সৃষ্টি হয়। মনিরুল ইসলাম মন্টু তার ভোগদখলীয় জমিতে লাগানো গাছ জোরপূর্বক কর্তনের অভিযোগে আপন তিন ভাই ও একই গ্রামের মৃত জনাব আলীর ছেলে শাহজাহান, আব্দুল কাফীসহ ৭জনকে অভিযুক্ত করে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। পরের দিন মনিরুল ইসলাম মন্টুর ছেলে শাওন শাহজাহান আলীর বিরুদ্ধে ওই এলাকার লোকজনকে নিয়ে মানববন্ধন করে। একই দিন সন্ধ্যায় শাহজাহান আলী তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও এলাকার মহিলাসহ কিছু লোককে ভ’ল বুঝিয়ে মানববন্ধন করার অভিযোগে গত ২০ ফেব্রুয়ারী সন্ধ্যায় শাওন ও তার পরিবারের নামে থানায় পাল্টা অভিযোগ দায়ের করে। এদিকে অভিযুক্ত মৃত আসাদুজ্জামানের ছেলে সাইফুল ইসলাম জানান, তার বাবার নামে পৈত্রিক সম্পত্তি তার বড় ভাই আমিরুল ইসলাম মন্টু একাই ভোগ দখল করে আছে। তাদের অংশ মন্টুর মধ্যে আছে সেই কারণে এই দ্বন্দের সৃষ্টি হয়েছে। অভিযোগকারী আমিরুল ইসলাম মন্টু বলেন, তার বাবার ক্রয়কৃত সম্পত্তি মোট বিক্রয় করেছে। যে জমির ক্ষতি করেছে সেই জমি তার কবলাকৃত। এবিষয়ে গোবিন্দগঞ্জ থানার এসআই মোবারক ঘটনাস্থল তদন্ত করে আগামী ৫ই মার্চ উভয় পক্ষের প্রয়োজনীয় কাগজপত্রাদি নিয়ে থানায় উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করে।