নিজের নামে সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামটি পেলেন মোদি

158

অনলাইন ডেস্ক

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম এখন ভারতের গুজরাট রাজ্যের মোতেরা স্টেডিয়ামটি। এতদিন সর্দার প্যাটেল স্টেডিয়াম নামে পরিচিত থাকলেও নতুনরূপে বদলে নরেন্দ্র মোদি স্টেডিয়াম নামে যাত্রা শুরু করল।

বুধবার মোতেরা স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে। ভারত-ইংল্যান্ড দিবা-রাত্রীর টেস্টের আগে স্টেডিয়ামটির উদ্বোধনের সময় নতুন নামকরণ করেন দেশটির রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ।

উদ্বোধনকালে রাষ্ট্রপতি বলেন, ‘গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে এ স্টেডিয়ামটি তৈরির স্বপ্ন দেখেছিলেন মোদি। সে সময়ে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টও ছিলেন তিনি।’

১ লাখ ৩২ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটি বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। আয়তনে যেটি ছাপিয়ে গেছে অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকে।

প্রায় ৩২টি ফুটবল মাঠের সমান জায়গা নিয়ে তৈরি পুরো স্টেডিয়ামটি। ৬৩ একরের মাঠে ক্রিকেট ছাড়াও ফুটবল, হকি, বক্সিং, বাস্কেটবল ও লন টেনিসের জন্য জায়গা রাখা হয়েছে।