মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে নিহত ১১

150

অনলাইন ডেস্ক

মেক্সিকোর জেলিস্কো রাজ্যে বন্দুকধারীদের গুলিতে ১১ জন নিহত হয়েছেন।

কর্তৃপক্ষ জানায়, শনিবার রাতে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা ট্রাক থেকে বন্দুক হামলা চালায়। হামলায় এক নারীসহ দুইজন আহত হয়েছেন।

রাজ্যটির প্রসিকিউটর কার্যালয় জানায়,জেলিস্কোর টোনালা এলাকায় একটি বাড়ির বাইরে গুলিবিদ্ধ ১০ জনের মরদেহ পাওয়া যায়। বাড়িটির ভেতরে পাওয়া যায় আরো একজনের মরদেহ।

আহত দুইজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। হামলার বিষয়ে বিস্তারিত কোন তথ্য জানানো হয়নি। মেক্সিকোর মাদক কারবারিদের জন্য ঐ এলাকার খ্যাতি রয়েছে। এর আগে গত ডিসেম্বরে জেলিস্কোর গভর্নরকে একটি রেস্টুরেন্টে গুলি করে হত্যা করা হয়।

প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর ২০১৮ সালের শেষ দিকে মেক্সিকোর দায়িত্বভার গ্রহণ করে সহিংসতা নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তারপর থেকে নির্বিচার হত্যাকাণ্ড ও বছরে প্রায় লাখো মানুষ হত্যার মতো ঘটনা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন তিনি।