সোনাতলায় জাতীয় বীমা দিবস পালিত

156

নুরে আলম সিদ্দিকী সবুজ স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে জাতীয় বীমা দিবস পালন করা হয়েছে। “মুজিব বর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১’লা মার্চ সোমবার সকালে সানলাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড উপজেলা শাখার উদ্যোগে একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সোনালী ব্যাংকমোড়ে নিজস্ব কার্যালয়ে এসে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনাসভায় বীমা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত সকল কর্মিদের সাথে মত বিনিময় করেন উপজেলা শাখার জিএম মাও আঃ শহীদ, ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মিনারুল ইসলাম। তারা বলেন, সঞ্চয় সমৃদ্ধি কিংবা দুর্ঘটনায়, জীবনের প্রতিটি পর‌্যায়ে সানলাইফ ইনসিওরেন্স এর গুরুত্ব অপরিসিম। এসময় উপজেলা শাখার ১৫ জন ফিনালন্সিয়্যাল এসোসিয়েন উপস্থিত ছিলেন।
তারা হলেন, ইউনিট ম্যানেজার এফএ মোঃ সনজিব রহমান, সুমন, রানা বাবু, মোমীন, ইমরান, শামীম আহম্মেদ, সবুজ মিয়া, মোছাঃ শ্রাবনী আক্তার, হাবিবা আক্তার, মালেকা আক্তার, সেলিনা খাতুন, মোঃ খলিলুর রহমান সাজু, রায়হান বাবু প্রমুখ।
অপরদিকে এরপর দুপুরে উপজেলা প্রশাসনের আয়েজনে ও পপুলার লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

পপুলার লাইফ ইনসিওরেন্স কোঃ লিঃ সোনাতলা জোন এর অতিরিক্ত প্রকল্প পরিচালক মোঃ মহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন।

এসময় উপস্থিত ছিলেন, পপুলার পপুলার লাইফ ইনসিওরেন্স কোঃ লিঃ বগুড়া মোঃ জসিম উদ্দিন, উপজেলা শাখার হিসাব রক্ষক জাহিদুল ইসলাম, জীবন বীমা কর্পোরেশন জেলা সেল্স অফিস ৮২–এর উন্নয়ন ম্যানেজার শ্রী উজ্জল চন্দ্র সরকার, উন্নয়ন অফিসার আসিক মাহমুদ সহ প্রায় ৫০জন কর্মী।