চ্যাম্পিয়ন্স লিগ:২৪ ঘন্টার ব্যবধানে দুই মহাতারকার বিদায়

139

অনলাইন ডেস্ক

২০১৭ সালের প্রত্যাবর্তনের সেই মহাকাব্যের পুনরাবৃত্তি করবেন মেসি-গ্রিজমান-ডেম্বেলেরা এমনটাই প্রত্যাশা ছিল বার্সেলোনার ভক্তদের। তবে সেটা হলো নাহ্! প্রতিদিন অলৌকিক কিছু ঘটে না। মেসিরাও প্রতিদিনই আসুরিক শক্তিতে জ্বলে উঠতে পারেন না। ইতিহাসও প্রতিদিন গড়া যায় না। যায় না বলেই চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিদায় ঘটে গেল শেষ ষোলো থেকেই। ১৪ বছরের মধ্যে এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠতে ব্যর্থ হলো বার্সেলোনা।

শেষ আটের টিকিট পেতে জাল অক্ষত রেখে মেসিদের করতে হতো চার গোল! ম্যাচপূর্ব এমন অসম্ভব সমীকরণটা আরো কঠিন হয়ে পড়ে কিলিয়ান এমবাপ্পের সফল স্পট কিকে। সুযোগ নষ্টের ভিড়ে অসাধারণ এক গোল করেন লিওনেল মেসি; তবে তা শুধু ব্যবধানই কমায়। বার্সেলোনাকে রুখে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠে গেছে পিএসজি।
বুধবার রাতে প্যারিসে শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। প্রথম লেগে ৪-১ গোলে জয়ী পিএসজি দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে এগিয়ে পা রাখল পরের রাউন্ডে।

এর আগেরদিন চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-র লড়াই থেকে বিদায় নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মঙ্গলবার রাতে ১০ জনের পোর্তোর বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতেও চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল জুভেন্তাস। প্রথম পর্বের খেলায় নিজেদের মাঠে ২-১ গোলে জিতেছিল পোর্তো। দ্বিতীয় পর্ব মিলিয়ে ম্যাচের ফল দাঁড়ায় ৪-৪। কিন্তু বাইরের মাঠে বেশি গোল করায় কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল পোর্তো।

বর্তমান সময়ের সেরা দুই খেলোয়াড় আর্জেন্টিনার লিওনেল মেসি ও পর্তুগালের রোনালদো। ২৪ ঘন্টার ব্যবধানে দুই মহাতারকাকে হারিয়ে বিবর্ণ হয়ে গেছে।