ফ্রী ফায়ার গেমে আসক্ত উঠতি বয়সের তরুণ-তরুণী সহ নানা পেশার মানুষ

422

সোহাগ মাহবুব স্টাফ রিপোর্টার

ফ্রী ফায়ার একটি গেমের নাম। ফ্রী ফায়ার গেমে আসক্ত উঠতি বয়সের তরুণ তরুণী সহ নানা পেশার মানুষ, বাদ যায়নি স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও। বিশেষ করে করোনা কালীন সময়ে স্কুল কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরা ঝুকে পড়ছেন এই গেমে। যদিও স্কুল কলেজ বন্ধর কারণে আমাদের ছেলে/ মেয়েদের ক্লাস গুলো হয় ভার্চুয়ালের মাধ্যমে, আর এই সুযোগে দামী দামী ব্যান্ডের স্মার্ট ফোন কিনে দিচ্ছে শিক্ষার্থীর বাবা মায়েরা। কিন্তু কিনে না দিয়ে উপায় কি? সেই সুযোগেই শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি ঝুকে পড়ছেন ফ্রী ফায়ার ও পাবজির মতো গেমে। শিক্ষার্থীরা কি শুধু মোবাইলে পড়াশোনায় করে, না আর কিছু করে আমারা হয়তো বাবা মায়েরা খোঁজ রাখি না। স্কুল পড়ুয়া শিক্ষার্থী কাবিরের সাথে কথা তিনি জানা এই গেম একটি নিশার মতো, একবার গেমে ঢুকলে আর বের হতে ইচ্ছা করে না, তবে এই গেম প্রতি মাসে আপডেট করতে হয়, এবং ইলিকপাস কিনতে হয়। ইলিকপাস কিনতে প্রায় ২০০ থেকে ৩০০ টাকার মতো লাগে। আর এক জন কলেজ শিক্ষার্থী মহিদের সাথে কথা বললে তিনি জানান ফ্রী ফায়ার আইডি কিনতে পাওয়া যায়, ছোট আইডির ৬০ লিবেলের দাম ৬১০০ টাকার মতো লাগে। করোনা কারণে অনেক শিক্ষার্থী আজ ঝড়ে পড়ার পথে। তাই স্কুল কলেজ যত তাড়াতাড়ি সম্ভব খুলে দেওয়া হোক। তাহলে কিছুটা হলেও শিক্ষার্থীদের জন্য ভাল হবে। হয়তো আগের মতো আবারও পড়াশোনায় মনোযোগী হবে সকল শিক্ষার্থীরা।