মিয়ানমার থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে দুই শতাধিক পুলিশ

127

অনলাইন ডেস্ক

সপরিবারে প্রতিবেশি দেশ ভারতে আশ্রয় নিয়েছে মিয়ানমারের প্রায় ২০০ পুলিশ সদস্য। শুক্রবার নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

সামরিক সরকারের বিরুদ্ধে চলা বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৭০ জনেরও বেশি সাধারণ নাগরিক নিহতের খবর পাওয়া গেছে। আর নির্বিচারে গুলি চালানো, আক্রমণ ইত্যাদি চাপিয়ে দেওয়া আদেশ মেনে নিতে পারছেন না অনেক পুলিশ সদস্য।

পুলিশের বহু কর্মকর্তা এই ধরপাকড়ে অংশ নিতে অস্বীকার জানিয়েছেন। তারা সীমান্ত পাড়ি দিয়ে উত্তরপূর্বাঞ্চলীয় ভারতীয় রাজ্য মিজোরামে প্রবেশ করেন।

এক পুলিশ কর্মকর্তা বলেন, বিক্ষোভকারীদের মরধর ও নির্যাতন করছে কর্তৃপক্ষ। তাতে অংশ নিতে আমরা অনিচ্ছুক।

শুক্রবার পর্যন্ত ২৬৪ জন মিয়ানমারের নাগরিক পালিয়ে ভারতে চলে গেছেন। তাদের মধ্যে ১৯৪ জন পুলিশ কর্মকর্তা ও তাদের পরিবার।

সামরিক বাহিনীর অধীন পুলিশ বাহিনীতে কাজ করতে অনীহা থেকেই তারা ভারতে আশ্রয় নেন বলে এক কর্মকর্তা জানিয়েছেন
চিকিৎসক ও শিক্ষকদের নেতৃত্বে এক মাসেরও বেশি সময় ধরে চলমান এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছে বেসরকারি খাতের কর্মীরাও।

জাতিসংঘের দেওয়া সূত্রমতে, মিয়ানমারের প্রায় এক-তৃতীয়াংশ পেশাজীবি আন্দোলনকে সমর্থন করতে কর্মবিরতি পালন করছে।