সোনাতলা উপজেলা আ′লীগের সম্মেলনে লীটন সভাপতি মালেক সাধারণ সম্পাদক নির্বাচিত

415

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ আওয়ামী লীগ সোনাতলা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে উপজেলা চেয়ারম্যান এডভোকেট মিনহাদুজ্জামান লীটন ১৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আছালত জামান পেয়েছেন ১৩৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল মালেক ১৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জাকির হোসেন পেয়েছেন ১৫৭ ভোট।

নির্বাচন পরিচালনা কমিশনের চেয়ারম্যান প্রফেসর মোঃ রফিকুল আলম বকুল সদস্য সচিব মোঃ মতিয়ার সদস্য রবিউল আউয়াল বিপ্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফলাফল ঘোষণা করা হয়েছে।

এর আগে সকালে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক,সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব ও নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল এমপি। সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে  বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী, এমপির পুত্র সাখাওয়াত হোসেন সজল, বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আসাদুল রহমান দুলু, সাগর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদাৎ আলম ঝুনু, এ্যাডভোকেট জাকির হোসেন নবাব, দপ্তর সম্পাদক আল- রাজি জুয়েল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি হিরো,  মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন আকতার সীমা, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ  শহিদুল ইসলাম দুলু, প্রভাষক আব্দুর রাজ্জাক, কামরুল হুদা উজ্জল, আব্দুল্লাহ আল ফারুক, আলমগীর হোসেন স্বপন, এ্যাডভোকেট শফিকুল ইসলাম নাফরু, সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি, সোনাতলা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুসহ নেতৃবৃন্দ।