দেশে করোনার চেয়ে আত্মহত্যায় মৃত্যু বেশি

154

অনলাইন ডেস্ক

বাংলাদেশে গত একবছরে করোনায় মৃত্যুর চেয়ে বেশি প্রাণ গেছে আত্মহত্যায়। শনিবার (১৩ মার্চ) এ খবর জানিয়েছে আঁচল ফাউন্ডেশন। তারা জানিয়েছে, করোনার চেয়ে ৭০ শতাংশ বেশি মৃত্যু ঘটেছে আত্মহত্যায়।

বলা হয়েছে, এক জরিপে দেখা গেছে, গত বছরের মার্চ থেকে এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আত্মহত্যা করেছেন ১৪, ৪৩৬ জন। একইসময়ে করোনায় মারা গেছেন ৮, ৪৬২ জন। ২০১৯ সালের চেয়ে গত এক বছরে আত্মহত্যার এ হার ৪৫ শতাংশ বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসেবে, গড়ে প্রতিবছর ১০ হাজার মানুষ আত্মহত্যা করে দেশে।

করোনাকালে আত্মহত্যা বৃদ্ধির কারণ হিসেবে উঠে এসেছে বিষণ্ণতা এবং কর্মক্ষেত্রে ব্যর্থতা। ফাউন্ডেশন বলেছে, দেশে যত্ন, মানসিক সহায়তা ও সমর্থন পাওয়া এদেশে কঠিন। জরিপ অনুযায়ী, ৪৯ শতাংশ আত্মহত্যাকারীর বয়স ২০ থেকে ৩৫ এর মধ্যে। এছাড়া মোট আত্মহত্যাকারীর ৫৭ শতাংশই নারী।