বেনজেমার জোড়া গোলে বার্সাকে পেছনে ফেলল রিয়াল

144

অনলাইন ডেস্ক
ফরাসি তারকা করিম বেনজেমার নৈপুণ্যে এলচেকে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল রিয়াল মাদ্রিদ।এ জয়ের পর রোনাল্ড কোম্যানের বার্সেলোনাকে পেছনে ফেলল জিনেদিন জিদানের দল।

শনিবার লা লিগায় ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৩-১-৪-২ ফর্মেশনে খেলতে নামা রিয়াল সুবিধা করতে পারছিল না আক্রমণে। বিরতির পর ৬১ মিনিটে কালভো সানরোমানের গোলে লিড নেয় এলচে।

আশংকা জাগছিল শিরোপা ধরে রাখার অভিযানে আবারও হোঁচট খেতে যাচ্ছে রিয়াল!আর দলের এমন প্রয়োজনীয় সময়ে জ্বলে উঠলেন করিম বেনজেমা। একটি নয়, দ্বিতীয়ার্ধে ফিরে জোড়া গোল জমা করলেন এলচের জালে।

৭৩ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান বেনজেমা। লুকা মদরিচের ক্রসে চমৎকার হেডে কাছের পোস্ট ঘেঁষে জালের ঠিকানা খুঁজে নেন বেনজেমা।

এর চার মিনিট পর প্রায় লিড নিতে যাচ্ছিল রিয়াল। ডি-বক্সের বাইরে থেকে কাসেমিরোর বুলেট গতির শট বাঁক নিয়ে শেষ মুহূর্তে পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। এর পাঁচ মিনিট পর আর চমৎকার একটি তার হেড করেন কাসেমিরো। এবারও ভাগ্য সহায় হয়নি।

এভাবে একের পর এক আক্রমণের পর খেলা গিয়ে ঠেকে ৯০তম মিনিটে। ১-১ সমতায় মাঠ ছাড়তে হবে শংকায় ভুগে মাদ্রিদ সমর্থকরা।

কিন্তু অতিরিক্ত যোগ করা সময়ে ভেলকি দেখান বেনজেমা।কাসেমিরোর সঙ্গে ‘ওয়ান-টু-ওয়ান’ খেলে ডি-বক্সের মাথা থেকে বাঁ পায়ে আড়াআড়ি শট নেন বেনজেমা। পোস্টে লেগে বল জড়ায় জালে।২-১ গোলের ব্যবধানে মাঠ ছাড়ে জিদানের শিষ্যরা।

টানা দুই ম্যাচে ড্রয়ের পর এই জয়ের সুবাদে ২৭ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫৭ পয়েন্ট। ২৬ ম্যাচ খেলে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে আথলেটিকো।

অন্যদিকে দলটির সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা।