“বঙ্গবন্ধু”

416

“বঙ্গবন্ধু”

বীর মুক্তিযোদ্ধা মোঃ কাওছার আলী প্রাং (ফাকু)

বঙ্গবন্ধুর মা,শেখ হাসিনার দাদী।
সুনাম ধণ্য রমণী তিনি,তিনি ভাগ্যবতী।
সন্তান তাঁর দেশের আলো,ফুটিল সুন্দর ফুল।
খ্যাতি পেল সে বিশ্ব ব্যাপি,আসিল বুলবুল।
কিশোর হতে যৌবন গুলো,কাটিল তাঁর গাঁয়ে।
মনের ইচ্ছা করিবে সেবা,যাবে জনতার দ্বারে।
করিল আর্শিবাদ মায়ের কোলে,দেখিল হাসি মূখ।
ফুটফুটে শিশু খুশি মনে-মনে,ঢেলে পরুক সুখ।
সত্যই এক দিন বড় হলো সে,হলো বড় নেতা।
দেশের মানুষ মানিল তাঁকে,বলিল সত্য কথা।
প্রতিভা ভালো অনেক মেধা,সুন্দর চেহারা তাঁর।
ঝাকরানো চুল সু-মধুর কন্ঠ,তুলোনা নাই যার।
ডাকিল সভা মানুষের ঢল,পরিপূর্ণ ময়দান।
ভাষণের আওয়াজ ছড়িয়ে পড়িল,স্বাধীনতার জয় গান।
কে জানে সেই দিনের ছেলে,এতো প্রিয় হবে।
একদিন শুধু দিলেন ভাষণ,সোহরাওয়ার্দী উদ্যানে।
কনায়-কানায় পূর্ণ মানুষ,শুনিবে মধুর বাণী।
দুখি জনাতার ফুটাবে হাসি,দোয়া করিল নারী।
দিলেন তবে ভাষন তিনি,জনতা করিল পণ।
জীবন দিব মরিতে হবে,ময়দানে করিব রণ।
নির্দেশ দিল স্বাধীন কর,হুকুম দিলাম আমি।
হবে না দেখা তোমাদের সাথে,আল্লাহ্ সবার সাথি।
মানিল হুকুম জনতা সবাই,করিল যুদ্ধ অবশেষে।
মুক্ত করিল জন্মভূমি,বিজয়ী হলো সাহসের সাথে।
বাংলাদেশের জনতা মিলিয়া,স্বাধীল করিল দেশ।
মুজিবের কথায় মুক্তিযোদ্ধারা,করিল শক্র শেষ।
সার্থক মুজিব জীবন তোমার,গুণি একজন মাতা।
যুদ্ধ করে পেয়েছি স্বাধীনতা,তুমি জাতির পিতা।
চির নিদ্রায় শুয়ে আছ তুমি,টঙ্গীপাড়ার গাঁয়ে।
অবদান তোমার চির স্বরণীয়,আল্লাহ্র রহমতে।