শিশুর মন ও মনন বিকাশের ছড়ার বই ‘ফ্রিস্কি ফ্লাইং’

252

আবু সাঈদ হেলাল স্টাফ রিপোর্টার

বগুড়ার শাজাহানপুর উপজেলার ভান্ডারপাইকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরিনা জাহান শিশুদের জন্য ইংরেজী ছড়া বই প্রকাশ করেছেন। বইটি প্রকাশ করেছে রংধনু প্রকাশনি, প্রচ্ছদ একেছেন মণীষা দীপান্বিতা। তার বই পর্যালোচনায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, মেরিনা জাহানের লেখা ফ্রিস্কি ফ্লাইং শিরোনামের ইংরাজী ছড়ার বইটিতে পাওয়া যায় শিশু মননের প্রাণবন্ত উপস্থাপনা। প্রকৃতির সহচার্যে শিশুর মন ও মননের বিকাশের উপযোগি ছড়ার বই হিসেবে বইটি সমাদৃত হবে-এটি আমার বিশ্বাস। একজন শিশুবান্ধব শিক্ষকের শিশুর প্রতি মমত্ববোধের প্রকাশ ঘটেছে এই বইয়ের প্রতিটি ছড়ায়। একজন প্রাপ্তবয়স্ক মানুষ হয়েও লেখকের মনের গভীরে এক শিশু মন লুকিয়ে আছে তার প্রতিফলন দেখতে পাওয়া যায় তার বিষয়বস্তু নির্বাচনে, তার শব্দ চয়নে এমনকি তার ছন্দের দ্যোতনায়। তার শব্দ চয়ন সহজ সরল এবং প্রাণবন্ত। তিনি সচেতনভাবে শিশুর উপযোগী বিষয়বস্তু নির্বাচন করেছেন। প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গ তার লেখাকে প্রাসাঙ্গিকতা দান করেছে। এমন ধারার লেখা আমাদের শিশু শিক্ষা কার্যক্রমকে আরো বিকশিত ও শাণিত করবে।