দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধি অর্জনে দ্বিতীয় বাংলাদেশ: বিশ্বব্যাংক

213

অনলাইন ডেস্ক
করোনার সময়ের অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে শুরু করেছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংক নতুন করে পূর্বাভাস দিয়েছে। নতুন পূর্বাভাসে সংস্থাটি বলছে, প্রবৃদ্ধি অর্জনে এই অঞ্চলের সবচেয়ে সুবিধাজনক অবস্থানে থাকবে মালদ্বীপ। এরপরই বাংলাদেশের অবস্থান। বুধবার (৩১ মার্চ) বিশ্বব‌্যাংক ‘সাউথ এশিয়ান ইকোনমিকস বাউন্স ব্যাক বাট ফেস ফ্রাজিল রিকোভারি’ শীর্ষক এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিশ্বব্যাংক জানায়, চলতি (২০২০-২০২১) অর্থবছর শেষে দক্ষিণ এশিয়ার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি দাঁড়াবে ৭ দশমিক ২ শতাংশ। তবে ২০২২ সালে প্রবৃদ্ধির এ হার কমে দাঁড়াবে ৪ দশমিক ৪ শতাংশে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২১-২০২২ অর্থবছরেও সবচেয়ে ভালো করবে মালদ্বীপ। দ্বিতীয় থাকবে ভারত। তৃতীয় স্থানে চলে যাবে বাংলাদেশ। বিশ্বব্যাংকের তথ্যানুযায়ী, ২০২০-২১ অর্থবছর শেষে মালদ্বীপের প্রবৃদ্ধি হবে পারে ১৭ দশমিক ১ শতাংশ, যা ২০২১-২২ অর্থবছরে কমে দাঁড়াবে ১১ দশমিক ৫ শতাংশ।

বিশ্বব্যাংক পূর্বাভাস জানায়, চলতি ২০২০-২১ অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৬ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ১ শতাংশ। তারপরের ২০২২-২৩ অর্থবছরে দেশের প্রবৃদ্ধি ৬ দশমিক ২ শতাংশ হতে পারে।

অন্যদিকে, ভারতের ২০২০-২১ অর্থবছরে (এপ্রিল থেকে মার্চ) জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ঋণাত্মক ৮ দশমিক ৫ শতাংশ। তবে তারপরের ২০২১-২২ অর্থবছরে (এপ্রিল-মার্চ) ভারত ঘুরে দাঁড়াবে। ২০২১-২২ অর্থবছরে তাদের প্রবৃদ্ধি হবে ১০ দশমিক ১ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে প্রবৃদ্ধি দাঁড়াবে ৫ দশমিক ৮ শতাংশ।

এছাড়া আফগানিস্তান ২০২১ অর্থবছরে (ডিসেম্বর থেকে ডিসেম্বর) জিডিপির প্রবৃদ্ধি করবে ১ শতাংশ এবং ২০২২ অর্থবছরে করবে ২ দশমিক ৬ শতাংশ। শ্রীলঙ্কার ২০২১ অর্থবছরে (জানুয়ারি থেকে ডিসেম্বর) জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৪ শতাংশ। ২০২২ অর্থবছরে তা দাঁড়াতে পারে ২ শতাংশ। ভুটানে ২০২১-২২ অর্থবছরে (জুলাই থেকে জুন) জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ২ দশমিক ৯ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে হতে পারে ৪ দশমিক ৫ শতাংশ। নেপালে ২০২০-২১ অর্থবছরে (মধ্য জুলাই থেকে মধ্য জুলাই) প্রবৃদ্ধি হতে পারে ২ দশমিক ৭, ২০২১-২২ অর্থবছরে ৩ দশমিক ৯ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে হতে পারে ৫ দশমিক ১ শতাংশ। পাকিস্তানে ২০২০-২১ অর্থবছরে (জুলাই থেকে জুন) জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ১ দশমিক ৩ শতাংশ, ২০২১-২২ অর্থবছরে ২ শতাংশ, ২০২২-২৩ অর্থবছরে ৩ দশমিক ৪ শতাংশ।

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টিং স্কফার বলেন, ‘আমরা দক্ষিণ এশিয়ার অর্থনীতি পুনরায় ভালো করার স্পষ্ট ইঙ্গিত দেখতে পাচ্ছি। যদিও করোনা পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে নেই। রিকোভারির অবস্থা এখনও ভঙ্গুর। এক্ষেত্রে টিকা গুরুত্বপূর্ণ। সামনের দিনগুলোতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর টিকার ওপর জোর দেয়া প্রয়োজন এবং এ ক্ষেত্রে পরিকল্পিতভাবে সামনের দিকে এগোতে হবে।’