দেশে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন

115

অনলাইন ডেস্ক
দেশের ইতিহাসে রেকর্ড ১৩ হাজার ৩৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। সোমবার (১২ এপ্রিল) রাত ৯টায় এ বিদ্যুৎ উৎপাদন হয় যা এযাবতকালের মধ্যে সর্বোচ্চ।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী জানান, বর্তমানে দেশে প্রায় ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। সোমবার রাত ৯টায় বিদ্যুতের চাহিদা ছিল ১৩ হাজার ৩৭৭ মেগাওয়াট এবং উৎপাদনও হয়েছে ১৩ হাজার ৩৭৭ মেগাওয়াট। গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় উৎপাদনও বাড়ছে, বলেন তিনি।

এর আগে গত শনিবার (১০ এপ্রিল) ১৩ হাজার ৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।