সোনাতলায় কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

181

নুরে আলম সিদ্দিকী সবুজ স্টাফ রিপোর্টারঃ বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী প্রধান অতিথি থেকে সোনাতলার প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরন করেছেন।

স্বাস্থ্যবিধি মেনে রবিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারন অফিসের আয়োজনে ২০০০-২০২১-২২ইং অর্থ বছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা হিসেবে কৃষকদের বীজ ও সার বিতরন পূর্ব এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে এমপি সাহাদারা মান্নান বক্তব্য রাখেন। আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.মিনহাদুজ্জামান লীটন,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক,উপজেলা কৃষি অফিসার মাসুদ আহমেদ,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড,উপজেলা কৃষকলীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ প্রমুখ। এ সময় থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহিদুল বারি খান রব্বানী,মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন,বালুয়া ইউপি চেয়ারম্যান প্রভাষক রুহুল আমিন,বালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল,পাকুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার রহমান টিটো,সাধারন সম্পাদক মানিক সরকার,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল সহ আওয়ামী লীগ,সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। কৃষি অফিসার মাসুদ আহমেদ জানান,উপজেলার ১২’শ ২০জন কৃষক প্রত্যেকে ৫ কেজি ধানের বীজ,২০ কেজি ড্যাপ ও ১০ কেজি করে এমওপি সার পাবে। এর আগে প্রধান অতিথি সকাল ১০টায় দিগদাইর ইউনিয়নের জাহানের পাড়া প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মান কাজের উদ্বোধন করেন। এরপর সকাল ১১টায় বালুয়া ইউনিয়নের পাতিলাকুড়া গ্রামে কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমানের সহযোগীতায় কোভিড-১৯ এ কর্মহীন ১’শ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন করেন। দুপুর ২টায় প্রধান অতিথি তার ব্যক্তিগত অর্থায়নে সোনাতলা ফাযিল(ডিগ্রি) মাদ্রাসায় উপজেলার সকল মসজিদের ইমামদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবী বিতরন করেন।