দুপচাঁচিয়ায় কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের উদ্বোধন

102

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি কর্তৃক ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারাদেশে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলা খাদ্য গুদামে ভিডিও কনফারেন্সের এ অনুষ্ঠান শেষে কৃষক আক্কাছ আলী জোয়ারদারের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করে এ সংগ্রহ অভিযানের ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবু তাহির, উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, দুপচাঁচিয়া পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, উপজেলা কৃষকলীগের আহবায়ক আবু তাহের রানা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বুলেট, উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলী, উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুণ কুমার প্রামানিক, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্ণেলিউস চিসিম, সহকারী উপখাদ্য পরিদর্শক তমাল মিয়া প্রমুখ। এ্যাপসের মাধ্যমে আবেদনকৃত এ উপজেলার কৃষকদের মধ্যে থেকে লটারীর মাধ্যমে নির্বাচিত করে ১হাজার ৪’শ ৩ মে.টন বোরো ধান সংগ্রহ করা হবে।