বগুড়ার ধুনটে বিনামুল্যে উফশী জাতের আউশ ধানের বীজ ও সার বিতরণ

162

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে কৃষিসম্প্রসারন বিভাগ ২০২১-২২ খািরফ ২ মৌসুমে ৭২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/কৃষানীদের মাঝে উফসী জাতের আউস ধান উৎপাদনের প্রনোদনা জন্য সার ও বিজ বিনামুল্যে বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষিসম্পাসরন অফিসের হল রুমে ২৮-শে এপ্রিল (বুধবার) সকাল ১১ টা সময় কৃষকদের মাঝে প্রনোদনার সার ও বীজ বিতারণ উদ্বোধন করেন , বগুড়া ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি, এসময় উপস্থিতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা কৃষি অফিসার মহাঃ মশিদুল হক, ধুনট পৌরসভার মেয়র এজি এম বাদশাহ, ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গোলাম সোবাহান। প্রতি কৃষককে ২০ কেজি ডিএপি সার , ১ কেজি এমওপি সার ও কেজি উফশী জাতের আউশ ধানের বীজ বিনামুল্যে বিতারন করা হয়েছে।