আজ পবিত্র শবে কদর

182

অনলাইন ডেস্ক
আজ পবিত্র শবে কদর বা সৌভাগ্যের রজনী। ইসলাম ধর্মমতে, পবিত্র কুরআন নাজিল হয়েছিল এই রাতে।

বরকতময় এই রাতে কুরআন তিলাওয়াত, দোয়া ও নফল নামাজ আদায় করে কাটান ধর্মপ্রাণ মুসলমানরা। ধর্মমতে, এই রাতে মহানবী হজরত মুহাম্মদ (সঃ) এর উপর মহাগ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে।

এছাড়া এরাতে প্রথম আসমানে এসে বান্দার ডাকের অপেক্ষায় থাকেন মহান আল্লাহ। হাজার মাসের চেয়েও উত্তম এই রাতে আল্লাহর সান্নিধ্য লাভের আশায় ইবাদত বন্দেগিতে রাত কাটান ধর্মপ্রাণ মুসলমানরা।

বরকতময় এই রাত নফল নামাজ, কুরআন তিলাওয়াত ও আল্লাহকে ডাকার মাধ্যমে মুসলমানদের পাপমুক্তির বড় সুযোগ।

সাধারণত সাতাশে রমজান শবে কদর পালনের প্রবণতা দেখা গেলেও পবিত্র কুরআনে বলা হয়েছে, রমজান মাসের শেষ দশদিনের যে কোন বিজোড় রাতেই শবে কদর।

তাই একুশ থেকে ঊনত্রিশ রমজানের প্রতিটি বিজোড় রাতেই বেশি বেশি ইবাদত করার তাগিদ দেন ইসলামি চিন্তাবিদরা।