বগুড়া সদরের শেখেরকোলায় বৃদ্ধাকে গলা কেটে হত্যা:আটক দুই নাতী

214

স্টাফ রিপোর্টার

বগুড়ায় আছিয়া বেওয়া (৬৫) নামের এক বৃদ্ধার  গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার (১১ মে) রাতে বগুড়া সদরের শেখের কোলা গ্রামে নিজ ঘরে তিনি খুন হন। আছিয়া বেওয়া শেখেরকোলা গ্রামের মৃত রমজান ফকিরের স্ত্রী।

জানাগেছে, আছিয়া বেওয়ার স্বামী ও ছেলে মারা যাওয়ার পর তিনি ছেলের স্ত্রী নাজিরাকে সাথে নিয়ে বসবাস করতেন। মঙ্গলবার ইফতারের পর নাজিরা প্রতিবেশী হারুনের বাড়িতে কাজ করতে যায়। রাত সাড়ে ১০টার দিকে কাজ থেকে বাড়ি ফিরে শাশুড়িকে ডাকলেও কোন সাড়া পায় না। পরে দরজা খুলে ঘরে প্রবেশ করে বিছানায় শাশুড়িকে মরদেহ দেখতে পান।

শেখেরকোলা ইউপি চেয়ারম্যান কামরুল হাসান ডালিম জানান, আছিয়া ও তার ছেলের স্ত্রী এক বাড়িতে বসবাস করতো। কারা কি কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে- বলেন, নিহতের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এদিকে খুন হওয়া আছিয়া বেওয়ার দুই নাতিকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে পুলিশ।আটককৃত একজনের কাছে থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করেছে পুলিশ।

তারা হলেন আছিয়ার মেয়ে শেফালীর দুই ছেলে শিপন (২৪) ও ইয়াকুব (২০) ।

হত্যার ঘটনার পরেই রাত সাড়ে ১১ টায় তাদের নিজ বাড়ি ফুলবাড়ী পুলিশ ফাঁড়ি এলাকার কালিবালা থেকে থানা হেফাজতে নেওয়া হয়।

পুলিশের দাবি, স্থানীয়দের মাধ্যমে তারা নিশ্চিত হয়েছেন সন্ধ্যায় যখন আছিয়ার বাড়িতে কেউ ছিলনা তখন তার এই ২ নাতির মধ্যে একজন বাড়িতে আসে।এরপরেই তার গলা কাঁটা লাশ পাওয়া যায়।

বগুড়া সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, আমরা নিহতের দুই নাতিকে জিজ্ঞাসাবাদে থানা হেফাজতে নিয়েছি। যদি তাদের সংশ্লিষ্ট পাওয়া যায় তবে গ্রেফতার দেখানো হবে। নইলে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হবে।