দুপচাঁচিয়ায় পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

188

স্টাফ রিপোর্টার

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার নাগর নদীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যূ হয়েছে। শিশুটির নাম আবু হানজালা লিয়াম (১০) বলে জানা গেছে। সে উপজেলার চামরুল ইউনিয়নের পাঁচথিতা গ্রামের কৃষক হোসেন আলীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধাপ সুকানগাড়ী রাহমানিয়া হাফেজিয়া কওমি মাদরাসার ছাত্র লিয়াম রবিবার (১৬ মে) বেলা সাড়ে ১২টার দিকে ৩/৪ জন সমবয়সী শিশুর সাথে খেলতে নাগর নদীতে নামে। খেলার ছলে একসময় লিয়াম নদীর পানিতে তলিয়ে যায়। এঘটনায় খেলার সংগী শিশুরা গ্রামের লোকজনদের খবর দিলে গ্রামবাসিরা দ্রুত ছুটে এসে নদীতে নেমে শিশুটির খোঁজ করতে থাকে। পরে ১ ঘন্টা ২৫ মিনিট পর শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, কৃষক হোসেন আলীর দুই ছেলে এবং এক মেয়ের মধ্যে লিয়াম প্রথম সন্তান। এ ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।।