সোনাতলা থানা পুলিশের অভিযানে মাদক ও জুয়ারুসহ ১১ জন আটক

364

নুরে আলম সিদ্দিকী সবুজ স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা থানা পুলিশের অভিযানে ৫ জুয়ারী ও ৬ মাদক ব‍্যবসায়ীকে বিক্রয়ের সহোগীতা কারীকে আটক করে আদালতে প্রেরণ করেছে। ১৫ মে শনিবার দিবাগত রাতে থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার নের্তৃতে এসআই নূর ইসলাম, এএসআই আবু সিদ্দিক, এএসআই শিহাব উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দিগদাইড় ইউনিয়নের কলসদহ গ্রামের জনৈক ব‍্যাক্তির পরিচালিত সোলার সেচ পাম্পের পাকা ঘরে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে আটক করেছে।

এসময় তাদের কাছে জুয়া খেলার তাস ০৩ সেট, নগদ তিন হাজার দুইশত বিশ টাকা পাওয়া যায়। আটককৃত ৬ জুয়ারীরা হলেন উপজেলার দিগদিইড় ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের আছির প্রাং এর ছেলে শরিফুল ইসলাম (২৫), কলসদহ গ্রামের নূরুল ইসলামের ছেলে রাফিউল ইসলাম, খয়বর আলীর ছেলে মিঠু মিয়া, টুকু মিয়ার ছেলে ওবায়দুল হক (১৯),মৃত আনছার আলীর ছেলে মমিন হোসেন।

অপর দিকে একই রাতে এসআই হাফিজুর রহমান, এএসআই রমেন কুমার সাহা সঙ্গীয় ফোর্সসহ আরেকটি অভিযানে পরিচালনা করে পৌরসভার অন্তর্গত গড়ফতেপুর দক্ষিণপাড়াস্থ্য মৃত হাসেলের ছেলে জাহেদুল ইসলাম পুরাতন বসতবাড়ীর সেমী পাকা ঘরের ভিতবে ইয়াবা ব‍্যবসায়ীকে বিক্রয়ের সহযোগীতা করার সময় ১০টি ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে ৬জনকে আটক করে।

আটককৃতরা হলেন পৌর এলাকার গড়ফতেপুর গ্রামের জিম আকন্দের ছেলে ইসরাফিল আকন্দ (২১), নতুন বন্দর (মাদ্রাস মোড়), জাহিদুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম জয় (২৩), বগুড়া নিশিন্দারা (শৈলেরপাড়া), গ্রামের আলী হোসেনের ছেলে আরিফ মন্ডল নাঈম (২০), মৃত সাইফুল ইসলামের ছেলে তোহা মোল্লা টুটুল, মৃত মাহফুজারের ছেলে মারুফ হোসেন (২১), আজাহার আলী আকন্দের ছেলে সোহেব আকন্দ মিরাজ (২১)। আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ধারা- ৪১/৩৬ (১) এর ২১ এই মামলায় দিয়ে রবিবার দুপুরে উভয় ১১জনকে আদালতে প্রেরণ করেছে।