শ্রীলঙ্কাকে ২০ কোটি ডলার ধার দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

802

অনলাইন ডেস্ক
প্রথম বারের মতো কারেন্সি সোয়াপের আওতায়, শ্রীলঙ্কাকে ২০ কোটি ডলার ধার দিচ্ছে বাংলাদেশ।

ডলার ধার দিয়ে শ্রীলংকার প্রতি বন্ধুত্বের হাত বাড়াচ্ছে বাংলাদেশ। সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলংকার সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ এরই মধ্যে সমঝোতা স্মারকটির খসড়ায় অনুমোদন দিয়েছে।

লন্ডন আন্ত:ব্যাংক হার-লাইবরের সঙ্গে ২ শতাংশ সুদ যোগ করে এই অর্থ তিন মাসে ফেরত দেবে শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, শ্রীলংকার সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে বৈদেশিক মুদ্রা চাওয়া হয়েছিল। এর প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক শ্রীলংকাকে ২০০ থেকে ২৫০ মিলিয়ন ডলার দেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এজন্য ধার নেয়া ডলারের সমপরিমাণ রুপি বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হবে।

এছাড়া ডলার ফেরত দেয়ার জন্য শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের গ্যারান্টি থাকতে হবে।সুত্র ডিবিসি নিউজ