‘উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত ডাক বিভাগের সব সুবিধা পৌঁছাতে হবে’

171

অনলাইন ডেস্ক
করোনাকালে এক জেলা থেকে আরেক জেলায় খাবার পৌঁছে দিতে কুলিং সিস্টেমের ব্যবস্থা করতে ডাক বিভাগের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান।

রাজধানীর আগারগাঁওয়ে ডাক অধিদপ্তরের নবনির্মিত সদরদপ্তর ‘ডাক ভবন’ উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৭ মে) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি বলেন, ‘নবনির্মিত এই ভবনটি ডাক বিভাগের দাপ্তরিক কাজে গতিশীলতা আনবে।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘করোনাকালে অনলাইন কেনাবেচা বেড়েছে। তাই ডাক বিভাগকে পিছিয়ে থাকলে চলবে না। এই সুযোগকে কাজে লাগিয়ে জনগণের সেবায় উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত ডাক বিভাগের সব সুযোগ সুবিধা পৌঁছে দিতে হবে। এতে অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এ সময়, সরকার গঠনের পর ডাক বিভাগের উন্নয়নে নেয়া সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। একইসাথে, কর্মচারীদের জীবন মান বাড়াতে প্রণোদনা দিতে ডাক বিভাগের প্রতি আহ্বান জানান দেশের সরকারপ্রধান।