দুপচাঁচিয়ায় ডাকাতির চেষ্টাকালে সংঘবদ্ধ দলের ৩ ডাকাত গ্রেফতার

288

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ দুপচাঁচিয়া থানার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ ডাকাতদল রাস্তার মধ্যে টাকা ও মালামাল লুন্ঠন,অটোগাড়ীতে যাত্রীর বেশে দূরে যেয়ে অতর্কিত আক্রমন করে যাত্রীদের কাছে থাকা সবকিছু শরীরে আঘাত করে কেরে নিতো । দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলীর বলিষ্ঠ নের্তৃত্বে থানার চৌকশ সাব ইন্সপেক্টর আলেফ উদ্দিন ফোর্স সহ একটি আভিযানিক দল সিএনজি যোগে থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ,মাদক বিরোধী অভিযান করার সময় গত ২৮ মে শুক্রবার দিবাগত রাত্রি ১.১৫ ঘটিকায় মোস্তফাপুর বাজারে টহল দেওয়ার মুহুর্তে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দুপচাঁচিয়া থানাধীন দাইমপুর হতে বেড়াগ্রামগামী পাকা রাস্তার দিয়ে মাহমুদপুর ব্রিজের পাশে ফাঁকা জায়গা ১৫/২০ জন ডাকাতদল ডাকাতি করার জন্য অবস্থান করছ্ ে।উক্ত সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হয়ে অফিসার ফোর্স সহ ঘটনার স্থলে অভিযান পরিচালনা করলে পুলিশর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামী ১।আইনুল মন্ডল(২৩).পিতা-মৃত হায়দার মন্ডর,সাং-ধাপ সুখানগাড়ি, ২।সাদ্দাম হোসেন(২৯).পিতা-মৃত আলতাফ হোসেন,সাং-কালইকুড়ি, উভঢের থানা -দুপচাঁচিয়া,জেলা-বগুড়া।৩।আমির হোসেন(২৫).পিতা-আব্দুস সামাদ,সাং-চুরিয়ার চর,থানা -রৌমারী,জেলা- কুড়িগ্রাম ।ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদ করলে তাদের সাথে পলাতক আসামীদের প্রত্যেকের নাম ও ঠিকানা জান্া আছে বলে জানায় কিন্তু দুপচাঁচিয়া থানার তদন্তের স্বার্থে নাম প্রকাশ না করতে সবার প্রতি অনুরোধ জানান। উল্লেখ্য উক্ত ডাকাতগন দীর্ঘদিন থেকে দুপচাঁচিয়া এলাকায় বিভিন্ন ধরনের ক্রাইম করে আসছিলো।ধৃত আসামীদের কাছ থেকে লোহার তৈরি শাবল, লোহার হাতুড়ী, সাদা রঙের মোটা লাইলন রশ্মি,৩টি লোহার রড,১টি হাত করাত,ও কালো রঙের টর্চ লাইট সহ ডাকাতি করার উপকরন উদ্ধার করে।আসামীদের বিরুদ্ধে ডাকাতির চেষ্টার অভিযোগে মামলা রজু হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেন।