কোকাকোলার নামে এই লিংক হ্যাকারদের নতুন ফাঁদ

279

মোঃ আহসানুর রহমান (নাটোর)প্রতিনিধিঃ

গত দুইদিন ধরে দেখছি আমার ইনবক্সে এই লিংক দিয়ে ভরে গেছে আমি অবাক হয়ে ভাবলাম যে আমি কি বোকার স্বর্গে বাস করছি নাকি? সবাই মনে হয় কিছু ফায়দা লুটছে আমিই মনে হয় বাদ পরে যাচ্ছি। তবে আমি কিছুটা সিউর ছিলাম যে কোকাকোলা থেকে যদি আমায় কোটি টাকাও দেয় আমি তাদের ওই লোভে পা দিতে রাজি নই। কিন্তু বিষয়টি জানার জন্য শুরু করলাম আমার অনুসন্ধান,

প্রথমে- লিংকটা দেখলাম কোন মিল নেই কোকাকোলার মেইলের সাথে।

দ্বিতীয়- দেখলাম ২০ বছর পুর্তি, অথচ এই কম্পানির জন্ম ১৮৮৬ সালে।

তৃত্বীয়- তথ্য ভুল দিলেও পাওয়া যাচ্ছে উপহার,
চতুর্থ- আর এই লিংক্টা ১০ টা গ্রুপে ও ২০ টা ফ্রেন্ড কে পাঠাতে হবে।
সব শেষে আপনার তথ্যগুলো নিয়ে নিচ্ছে সু কৌশলে, এভাবেই প্রযুক্তির অপব্যাবহার করে ইনকাম করছে কিছু প্রতারক চক্র।আর তাদের এই পাতানো ফাদে পা দিচ্ছে হাজারো লোভি বাংগালী।
তাই যারা এমন ম্যাসেজ কিংবা লিংক দিবে বুঝবেন সে কখনোই আপনার ফ্রেন্ড নয়। এরা প্রয়োজনে আপনার ক্ষতি করতে পারে, সুতরাং আমাদের সকলকে সাবধান হওয়া উচিত।