বগুড়ায় পুলিশকে গাড়ি উপহার দিল শিবগঞ্জ পৌরসভা

355

আবু সাঈদ হেলাল স্টাফ রিপোর্টার

আইনশৃ্ঙ্খলা রক্ষা ও টহল বাড়ানোর সহযোগিতার কাজে বগুড়ায় পুলিশকে গাড়ি উপহার দিয়েছে শিবগঞ্জ পৌরসভা ।

সোমবার দুপুর ১২ টায় জেলার পুলিশ সুপার কার্যালয়ে এসপি আলী আশরাফ ভূঞাকে গাড়ির চাবি তুলেদেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। এই গাড়ীটি শিবগঞ্জ থানা পুলিশের কাজে ব্যবহৃত হবে।

এ সময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, (ডিএসবি) মোতাহার হোসেন, (সদরসার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ সহ শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন

জেলার পুলিশ সুপার গাড়ির চাবি হস্তান্তর পর্বে বলেন, আমরা জেলা পুলিশের পক্ষ থেকে শিবগঞ্জ পৌর মেয়রের প্রতি কৃতজ্ঞ। এই গাড়ি যুক্ত হওয়ার ফলে ওই এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার কাজ সুবিধা হবে।

শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক জানান, আমাদের শিবগন্জ থানা এলাকা অনেক বড়। বর্তমানে পুলিশের যে পরিমাণ গাড়ি আছে তা দিয়ে টহল ও পুলিশি সেবা দিতে তাদের কষ্ট হয়।

এজন্য আমি নিজের পক্ষ থেকে আমার এলাকার মানুষের সহযোগীতায় পুলিশকে এ গাড়ি উপহার দিয়েছি।