সোনাতলা স্টেশন মাষ্টার কর্তৃক জাতির জনককে কটুক্তি বিষয়ে রেলওয়ে পুলিশের তদন্ত শুরু

307

নুরে আলম সিদ্দিকী সবুজ স্টাফ রিপোর্টারঃ বগুড়া সোনাতলা রেলস্টেশন মাষ্টার রবিউল ইসলামের বিরুদ্ধে মোবাইল ফোনে জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগ প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছেন সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। এ উপলক্ষে ৮ জুন মঙ্গলবার বিকালে সান্তাহার রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মোনজের আলীর নেতৃত্বে পুলিশ ফোর্স সোনাতলা স্টেশনে আসেন। সেখানে কর্তব্যরত স্টেশন মাষ্টার আমজাদ হোসেন,অন্যান্য কর্মচারী ও কটুক্তির বিরুদ্ধে মৌখিক অভিযোগকারী পয়েন্টসম্যান সুশীল দাসকে জিজ্ঞাসাবাদ করেন। এ ব্যাপারে ওসি মোনজেল আলীকে জিজ্ঞাসা করলে তিনি জানান,সোনাতলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার(ওসি) মাধ্যমে সংবাদ পেয়ে প্রাথমিক তদন্তের জন্য তারা সোনাতলায় এসেছেন। তবে লিখিত অভিযোগের সাপেক্ষে বঙ্গবন্ধ ও প্রধানমন্ত্রীকে কটুক্তিকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে সোনাতলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রেজাউল করিম রেজা জানান,কটুক্তির বিষয়ে সোনাতলা স্টেশনে কর্তব্যরত পয়েন্টসম্যান সুশীল দাসের মৌখিক অভিযোগে ও সামাজিক যোগাযোগ ফেইসবুকে এ সংক্রান্ত অডিও রেকর্ড শুনে স্টেশনে ছুটে এসেছেন এবং বিষষটির ব্যাপারে অভিযোগকারীকে রেলওয়ে পুলিশের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। এ ছাড়াও রেজা বিষয়টি সান্তাহার রেলথানা পুলিশকে মোবাইল ফোনে অবগত করেন।

উল্লেখ্য, গত ১৭ মে সোনাতলা রেলস্টেশন মাষ্টার রবিউল ইসলাম মোবাইল ফোনে একই স্টেশনের পয়েন্টসম্যান সুশীল দাসের সাথে কথোপকথনের সময় জাতির জনক ও প্রধানমন্ত্রীকে কটুক্তি করেন। পরে এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড ফেইসবুকে ব্যাপকভাবে ভাইরাল হলে রেলকর্তৃপক্ষ রবিউল ইসলামকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ স্টেশনে এবং সুশীল দাসকে পঞ্চগড় স্টেশনে বদলি করেন।