সান্তাহারে শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

166

মোঃ শিমুল হাসান, আদমদিঘী( বগুড়া) প্রতিনিধি:

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে সান্তাহার সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের আয়োজনে বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুন)কারামুক্তি সরকারি কলেজ মসজিদে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আল-মাহেদুল ইসলাম জয়ের সহযোগিতায় কলেজ ছাত্রলীগ নেতা শাহিন হোসেন শুভোর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন আদমদিঘী উপজেলা ছাত্র লীগ নেতা আব্দুল্লাহ আল-মামুন রিটন এবং কলেজ ছাত্র লীগ নেতা মোঃ মুসা কারিমুল্লাহ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ সময় তারা দেশ ও জাতির কল্যাণে, গণতন্ত্রের উন্নয়নে ও আধুনিক উন্নত সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ায় অসামান্য অবদান রাখার জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুন্দর জীবন ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন। প্রসঙ্গত, আজ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস। দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে তিনি মুক্তি পান। সেনা সমর্থিত ১/১১ এর তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই ভোরে ধানমন্ডির বাসভবন থেকে শেখ হাসিনা গ্রেফতার হন। গ্রেফতার করে প্রথমে তাকে ঢাকা মেট্রোপলিটন আদালতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে নিয়ে আটক রাখা হয়।