বগুড়ায় জমিজমার জেরে মারপিট: নারী আহত

339

আবু সাঈদ হেলাল স্টাফ রিপোর্টার
বগুড়ায় জমিজমা ও বাড়ির সীমানা নিয়ে পূর্ব শত্রুতার জেরে লিলি বেগম (৫৫) এক নারী মারপিটে আহত হওয়ার ঘটনা ঘটেছে।
গত ১৩জুন রাত সাড়ে আটটার দিকে শহরের আকাশ তারা সাকিদারপাড়ায় এই ঘটনা ঘটে।
এঘটনায় কুদ্দুস সাকিদারের মেয়ে লিলি বেগম বাদীয় হয়ে গত ১৫ জুন মঙ্গলবার বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যার নং-৮৩১। অভিযোগে তিনি উল্লেখ করেন, আমার ভোগদখলকৃত জমি ও বাড়ির সীমান নিয়ে পূর্ব থেকে একই এলাকার মনোয়ারা খাতুন মুনি (৩৫), আলম (৫০), মিঠু (৪২), মিল্লাত (৩৫) ও মোবারক আলী (৬৫) বিরোধীতা করে আসছে। যার মৌজা-আকাশতারা, জে এল নং-১০৪, খতিয়ান নং-২৩৪, দাগ নং-১৮৯, জমির পরিমান ২৬ শতক। এই বিরোধের জের ধরে গত ১৩জুন রাত সাড়ে আটটার দিকে তারা আমার বড়িতে জোর করে প্রবেশ করে। এসময় বিবাদীরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এলোপাথারী মারপিট করে পরনে থাকা কাপড় টানা হেচড়া করে খুলে ফেলে। একপর্যায়ে বিবাদী আলমের হাতে থাকা চাকু দিয়ে আমার মাথায় আখাত করলে সেটা ডান হাতে লেগে রক্তাক্ত জখম হয়। ঐ সময় অন্যান্য বিবাদীরা আমার ঘরে মধ্যে প্রবেশ করে ড্রয়ার ভেঙ্গে ৬০ হাজার টাকা অসৎ উদ্দেশ্যে নেয়। একই সাথে আমার ঘরের আসবাবপত্র ভেঙ্গে ৭০ হাজার টাকার ক্ষতি সাধন করে। আমার চিৎকারে পাশের লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে দেয়।
ভোক্তভোগী লিলি প্রশাসনের নিকট অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়ার জোর দাবি জানায়।
এ বিষয়ে নারুলী পুলিশ ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম জানান অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।