শাজাহানপুরে জমি সংক্রান্ত বিরোধে মারপিট

1208

দুলালহোসেন,শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাঁশের লাঠির আঘাতে আমিরুল ইসলাম(৪৯)নামের এক ব্যাক্তিকে মাথায় ফেটে দেয়াহয়। এতে তাহার ঘটনা স্থলে প্রচুর মরিমানে রক্ত ক্ষরণ ঘটে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং মাথায় অনেক সেলায় দেয়া হয়েছে। গতকাল শুক্রবার ১৭জুন জুম্মার নামাজের পরপরই উপজেলার কচুয়াদহ উত্তরপাড়া সরকারি স্কুল মাঠে এঘটনা ঘটেছে।
জানাগেছে, বেশকিছু দিন যাবৎ এ বিরোধ চলছিল আজ শুক্রবার জুম্মার নামাজ পরে মেয়ে জামাই তরিকুল(২৮) মুদির দোকান খুলে বসেছিলেন এরই এক পর্যায়ে প্রতিপক্ষের সাথে কথা কাটাকাটি হলে তরিকুলকে মারপিট করতে থাকে সংবাদ পেয়ে শশুর আমিরুল সেখানে গেলে তাহাকে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে প্রতিপক্ষ আব্দুল বাছেদ(৪২)পিতা- আফজাল মন্ডল, আজিমদ্দিন(২১) পিতা-ঠান্ডা মিয়া, আঃ সেলিম মিয়া(২৪)পিতা-সাইফুল ফকির, মাজেদ মিয়া(৪৬)পিতা-আফজাল মন্ডল। এছাড়াও সিভিল কাপড় পরিহিত অবস্থায় একজন পুলিশ কর্মকর্তাও মারামারি সময় উপস্থিত ছিলেন। তাহারা সবাই মিলে আক্রমন চালিয়ে মারপিট করে চলে যায়। এবিষয়ে ভুক্তভোগি আমিরুল ইসলামের পরিবার পক্ষথেকে জানান, আমরা মামলা করবো এনিয়ে প্রস্তুতি চলছে বলে জানান।
শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আব্দুল্লাহ আল মামুন জানান, এঘটনায় সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে কোন অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়াহবে।