গাবতলীতে দুস্থদের সাড়ে ২৭ লাখ টাকার ত্রাণ এখনও বিতরণ হয়নি

326

গাবতলী (বগুড়া)প্রতিনিধি

বগুড়ার গাবতলী উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যানদের অনুকুলে দুস্থ ও কর্মহীনদের সহায়তার জন্য করোনকালীন ত্রাণসামগ্রী চেকের মাধ্যমে সাড়ে ২৭লাখ টাকার বরাদ্দ দেয়া হয়েছে। চলতি জুন মাসের প্রথম সপ্তাহে প্রতিটি ইউনিয়নে আড়াই লাখ টাকার দেয়া হলেও এখন পর্যন্ত কোন ইউনিয়নেই ত্রাণসামগ্রী বিতরণ বিতরণ করা হয়নি।
জানা গেছে, বর্তমান আওয়ামী লীগ সরকার দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় করোনাকালীন দুস্থ ও কর্মহীনদের সহায়তার জন্য জুন মাসের প্রথম সপ্তাহে গাবতলী উপজেলার ১১টি ইউনিয়নে আড়াই লাখ টাকা করে মোট সাড়ে ২৭লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ইতিমধ্যে দুই সপ্তাহ পার হলেও কোন ইউনিয়নের চেয়ারম্যান ত্রাণের ওই খাদ্যসামগ্রী করেনি বলে তারা কাগজে-কলমে দেখানোর চেষ্টা করছে। গাবতলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে খোজ নিয়ে দেখা গেছে, একন পর্যন্ত কোন ইউনিয়নে করোনাকালীন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়নি। অভিযোগ রয়েছে, ইউপি চেয়ারম্যানরা তাদের নির্বাচনী খরচ পুষিয়ে নিতে ত্রাণের সিংহভাগ অর্থ পকেটস্থ করার অপচেষ্টা করছেন। তবে এসব অভিযোগ তীব্রভাবে অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যানরা। তাঁরা জানিয়েছেন, খুব শীঘ্রই করোনাকালীন ত্রাণসামগ্রী দুস্থ ও কর্মহীনদের মাঝে বিতরণ করা হবে। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, উপজেলার কোন ইউনিয়নে এখন পর্যন্ত করোনাকালীন ত্রাণ দেয়া হয়নি। তারা দ্রুত করোনাকালীন ত্রাণসামগ্রী দিবে বলে চেয়ারম্যানেরা জানিয়েছেন। তাদের অনুকুলে আরও ১১ লাখ টাকা যার অংশ প্রতিটি ইউনিয়নে ১লাখ টাকা করে বরাদ্দ এসেছে। আগেকার বরাদ্দ না দেয়া পর্যন্ত পরের বরাদ্দ ইউপি চেয়ারম্যানদের দেয়া সম্ভব হচ্ছে না। এব্যাপারে উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও নেপালতলী ইউপির চেয়ারম্যান লতিফুল বারী মিন্টু জানান, মঙ্গলবার বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে করোনাকালীন ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।