বগুড়া গোয়েন্দা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

435

স্টাফ রিপোর্টার

বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ডিবি, বগুড়া’র ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া’র একটি চৌকস টিম নিখুত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইং ২১/০৬/২১ তারিখ ০০.৫০ ঘটিকার সময় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন পুরাতন দিনাজপুর রোডে পিরব বাজার হতে খয়রা পুকুর বাজারগামী পাকা রাস্তায় শংকুর মোড় সংলগ্ন বাগানের মধ্যে হইতে ডাকাতির কাজে ব্যবহৃত আলামত ১। একপাশে ধারালো ০১ (এক) টি চাপাতি ২। একপাশে ধারালো ০২ (দুই) টি বার্মিজ চাকু ৩। বড় সাদা রংয়ের ০১ টি কস্টেপ ৪। সিনথেটিক দড়ি উদ্ধারসহ ধৃত আসামী ১। মোঃ সেলিম প্রাং (৪০) পিতা মোঃ মজিবর প্রাং, সাং-সুখানগাড়ী, থানা- দুপচাঁচিয়া, ২। মোঃ আব্দুর রশীদ (৩৮), পিতা মোঃ আঃ সালাম, সাং-কাতোহালী, ৩। মোঃ ফরিদ মিয়া (২৮), পিতা- আঃ সাত্তার, সাং-খোলাহাস, ৪। মোঃ জাহেদ সরদার (৪৮) পিতা-মৃত মসরত আলী, সাং-খোলাহাস, স্থায়ী সাং-ভোলতা কাহালু, সকলের থানা-দুপচাঁচিয়া ৫। মোঃ মাহফুজার রহমান (৩৮) পিতা-মোজাম প্রাং,সাং–বাঘবেড় ,থানা-সারিয়াকান্দি, সকলের জেলা-বগুড়াদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া শিবগঞ্জ থানায় মামলা রজুপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।