সোনাতলায় যমুনার নদীভাঙ্গন রাস্তা মেরামত কাজের উদ্বোধন

307

নুরে আলম সিদ্দিকী সবুজ স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় যমুনার তীরবর্তী নদীভাঙ্গন এলাকায় রাস্তা মেরামত কাজের উদ্বোধন করেন তেকানী চুকাইনগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিদুল ইসলাম খন্দকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার লক্ষে তার সঠিক দিক নির্দেশনায় উন্নয়নের ধারা অব্যাহত রেখে প্রয়াত আব্দুল মান্নান এমপি মহোদ্বয়ের নীতি আদর্শকে বুকে ধারন করে বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটনের দিক নির্দেশনা অনুযায়ী যমুনা নদীর তীরবর্তী বন্যাকবলিত এলাকার সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে তাদের চলাচলের সুব্যবস্থার লক্ষে তিনি এ উদ্যোগ গ্রহন করেন। ২২’শে জুন মঙ্গলবার বিকেলে উপজেলার তেকানী চুকাইনগড় ইউনিয়নের মোহাব্বতের পাড়ায় এ উপলক্ষে এক আলোচনাসভার আয়োজন করা হয়। ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ লিটন সরকারের সভাপতিত্বে উক্ত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তেকানী চুকাইনগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিদুল ইসলাম খন্দকার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সুজন কুমার ঘোষ, তেকানী চুকাইনগড় ইউনিয়ন কৃষক লীগের সাধারন সম্পাদক দুলাল খন্দকার, ছাত্রলীগের আহবায়ক সিমান্ত, সেচ্ছাসেবক লীগের সাঃ সম্পাদক সুলতান আহম্মেদ শিমুল সহ সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা পুর্বে প্রধান অতিথি ঐ এলাকার জহুরুল ইসলামের বাড়ি হতে ২০০ফিট রাস্তার বস্তাভর্তি মাটি ভরাট কাজের শুভ উদ্বোধন করেন।