বগুড়ার ধুনটে শত্রুতায় রাস্তা কেটে বন্ধ করে দিলেন একমাত্র চলাচলের পথ

235

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টার,

বগুড়ার ধুনট বেড়েরবাড়ী গ্রামের একটি পথ চলাচলের রাস্তা কেটে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি উওর আকন্দ পাড়া গ্রামে পূর্বশত্রুতার জেরে এলাকার মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেওয়া হয় । ২৫-ই জুন (শুক্রবার) সরজমিনে গিয়ে জানা যায় বেড়েরবাড়ি উওর পাড়া গ্রামের মৃতঃ সব্বর আলী ছেলে মোঃ মিষ্টার আলী গংয়ের সঙ্গে মৃতঃ মজনু আকন্দের ছেলে মোঃ শওকত আলী আকন্দের সাথে দীর্ঘদিন ধরে জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ১৪-ই জুন মোঃ মিষ্টার আলীর নেতৃত্বে কিছু লোক নিয়ে নিমগাছি ইউনিয়ন পরিষদের ৪০দিনের কর্মসূচির প্রকল্পের বিগত ৪ বছর আগের নির্মাণ করা হয়, বেড়েরবাড়ী উওর আকন্দ পাড়া গ্রামের কাঁচা রাস্তা টি। এলাকার জনসাধারণের একমাত্র কাঁচা রাস্তাটি মিষ্টার আলী কেটে চলাচলের পথ বন্ধ করে দেয়। স্থানীয় ইউপি সদস্য মোছাঃ রুপালি বেগম জানান,তিনি বিগত ৪ বছর আগে ৪০ দিনের কর্মসূচী প্রকল্পের লেবার দিয়ে রাস্তা নির্মাণ করেছেন। ওই কাঁচা রাস্তাটি বর্তমানে ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত।
মিষ্টার আলী কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, রাস্তাটি আমার ব্যক্তিগত জায়গা, কোনো সরকারি রাস্তা নয় এটা,তাই আমি কেটেছি ।
এ বিষয়ে নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজার আলী পাইকার বলেন,রাস্তা কেটে দিয়ে পথ বন্ধ করার বিষয়টি কেউ আমাকে জানাননি। আমি ও গ্রামের লোকজনের সঙ্গে যোগাযোগ করে রাস্তা উন্মুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।