বগুড়ার ধুনটে বাল্য বিবাহ প্রতিরোধে কাজীদের সাথে পুলিশের মতবিনিময় সভা

170

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টার, বগুড়ার ধুনট উপজেলায় বাল্য বিবাহ প্রতিরোধে কাজীদের সাথে ধুনট থানা পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জুন) দুপুরে ধুনট হুকুমআলী বাসস্ট্যান্ড এলাকায় সদর ইউনিয়ন কাজী অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা মুসলিম ম্যারিজ রেজিস্টার কল্যাণ সমিতির সভাপতি আলহাজ¦ কাজী মাওলানা মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা।

সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট থানার এসআই নূরুজ্জামান, কাজী আবু আইয়ুব বাশার,
আবুল কালাম আজাদ, চিকাশি ইউপি কাজী আব্দুল হামিদ, সদর ইউনিয়ন কাজী গোলাম ফারুক, কালেরপাড়া ইউপি কাজী আব্দুস সামাদ, পৌর কাজী শহিদুল ও আল আমিন, এলাঙ্গী ইউপি কাজী আব্দুল হামিদ, চৌকিবাড়ী ইউপি কাজী রেজাউল করিম, মথুরাপুর ইউপি কাজী নাসির, নিমগাছি ইউপি কাজী আলমগীর, ভান্ডারবাড়ী ইউপি কাজী নুরুল ইসলাম, গোপালনগর ইউপি কাজী সাইম ও হিন্দু সম্প্রদায়ের উপজেলা ম্যারিজ রেজিস্টার নিবারন চন্দ্র প্রমুখ।