গাবতলীতে বিদেশী মদ ও বিপুল পরিমান বিয়ার উদ্ধারঃ আটক-২

489

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে বিদেশী মদ ও বিপুল পরিমান বেলজিয়াম বিয়ার উদ্ধার করেছে থানা পুলিশ। সেই সাথে মিনি পিকআপসহ ড্রাইভার ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যারাতে উপজেলার সুখানপুকুর বন্দর এলাকা একটি পাটের গোডাউনে থেকে মিনি পিকআপে ওই বিদেশী মদ ও বেলজিয়াম বিয়ার তোলার সময় স্থানীয়রা টের পেয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনার স্থল থেকে উদ্ধার করে থানায় আনে। এসময় মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা সুখানপুকুর পরাতন বন্দর এলাকার একটি সরকারী গুদামে দীর্ঘদিন আগে থেকেই ওই গুদাম থেকে বিদেশী মদ ও বিয়ার গোপনে বিভিন্নস্থানে বিক্রি করে আসছিল মাদক ব্যবসায়ীরা। স্থানীয়রা প্রথমে বুঝতে না পারলেও কিছুদিন আগে থেকে বুঝতে পেরে গতকাল মঙ্গলবার বিকেলে যখন মিনি পিকআপে বিদেশী মদ (পাসপোস্ট) এবং ভ্যাট ৬৯ (৪)চার কাটুনের মধ্যে রেড় লেবেল ২কাটুন, ১০০ পাইপার ১কাটুন ও পাসপোস্ট মদসহ ৪৮ বোতল এবং একটি স্কুল ব্যাগে আরও ৫/৬টি মদের বোতল। এছাড়াও ২৬কাটুন প্রায় ৬২০পিচ বেলজিয়াম বিয়ার বোতল তুলছিল তখন গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী মডেল থানার ওসি জিয়া লতিফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিপুল পরিমান বিভিন্ন ব্রান্ডের বেলজিয়াম বিয়ার উদ্ধার করে। পুলিশ এ সময় মিনি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৭-৬৬৫১)সহ ড্রাইভার ও তার শ্যালককে আটক করে। আটককৃতরা হলো, গাবতলী সদর ইউনিয়নের উনচুরখী সারপাড়া গ্রামের আব্দুর নুর মন্ডলের ছেলে মিনিট্রাক ড্রাইভার জাহাঙ্গীর আলম (৩৫) ও তার সহযোগী শ্যালক সোহেল (১৮)। আটককৃতরা জানান, তাদেরকে বগুড়া শহরের জলেশ্বরী তলা নিয়ে যাওয়ার জন্য চেলোপাড়া থেকে ওই পিকআপটি ভাড়া করেছিল। এ ব্যাপারে থানার ওসি জিয়া লতিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলার প্রস্তুতি চলছে।